বিনোদন: ঘোষণা হয়ে গেল বছরের সবচেয়ে আকাঙ্খিত ও মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার ‘অস্কার।’ আর সবার প্রত্যাশা পূরণ করে এ বছর ৯৬তম অস্কারে সেরা চলচ্চিত্রের অস্কার ঘরে তুলেছে ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহাইমার।’ সেরা অভিনেতার অস্কার পুরস্কার ঘরে তুলেছেন সিলিয়ান মারফি। সেরা পরিচালকের অস্কার পেয়েছেন ক্রিস্টোফার নোলান। আর এ বছর সেরাদের মঞ্চে অস্কারের ছোঁয়া পেলে ইউক্রেনীয় চলচ্চিত্র ‘টুয়েন্টি ডেজ ইন মারিউপোল।’ প্রথমবারের মতো অস্কার ঘরে তুললো যুদ্ধ বিদ্ধস্ত দেশ ইউক্রেন। ইউক্রেনীয় চলচ্চিত্র নির্মাতা ও যুদ্ধ সংবাদদাতা চেরনভ পরিচালিত ‘টুয়েন্টি ডেজ ইন মারিউপোল’ রুশ আগ্রাসনের পর মারিউপোলে আটকে পড়া ইউক্রেনীয় সাংবাদিকদের গল্প নিয়ে নির্মিত হয়েছে। ৯৬তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এটিকেই বেছে নেওয়া হল সেরা ডকুমেন্টরি ফিচার ফিল্ম হিসেবে। এই বিভাগে ভারতের ‘টু কিল এ টাইগার’ ছাড়াও আরও মনোনয়ন পেয়েছিল ‘ববি ওয়াইন: দ্য পিপলস প্রেসিডেন্ট’, ‘দ্য ইটারনাল মেমোরি’ ও ‘ফোর ডটার্স।’ ইউক্রেনের ইতিহাসে প্রথম অস্কারজয়ের পর পরিচালক মিস্তি¯øাভ চেরনোভ বলেন, ‘যদি এই প্রামাণ্যচিত্র কখনোই না বানাতে পারতাম! অস্কারমঞ্চে এমন কথা বলা সম্ভবত আমিই প্রথম পরিচালক। রাশিয়ার সঙ্গে এই পুরস্কার বিনিময় করতে চাই যাতে ইউক্রেনে আর কখনোই তারা হানা না দেয় এবং আমাদের শহরগুলোতে যেন আর আক্রমণ না চালানো হয়। কিন্তু আমি ইতিহাস পরিবর্তন করতে পারবো না। একইভাবে অতীতকে বদলানো যায় না। তবে বিশ্বের সবচেয়ে প্রতিভাবান কিছু মানুষসহ আমরা সবাই মিলে নিশ্চিত করতে পারি, ইতিহাস সঠিকভাবে তুলে ধরা ও সত্যের জয় হবে এবং মারিউপোলের জনগণ ও যারা জীবন দিয়েছেন তাদের কথা কখনোই ভুলে যাবো না। কারণ সিনেমা স্মৃতি তৈরি করে। আর স্মৃতিই ইতিহাস তৈরি করে।’ গত বছর সানড্যান্স চলচ্চিত্র উৎসবে ‘টোয়েন্টি ডেজ ইন মারিউপোল’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। উৎসবে সানড্যান্স বিশ্ব সিনেমা প্রামাণ্যচিত্র প্রতিযোগিতায় পুরস্কার জিতেছে। চলতি বছর বাফটা ও ডিরেক্টরস গিল্ড অব আমেরিকা অ্যাওয়ার্ডসে সেরা প্রামাণ্যচিত্র পুরস্কার পেয়েছে এটি। ১ ঘণ্টা ৩৪ মিনিট দৈর্ঘ্যের এই প্রামাণ্যচিত্র ৭৮তম জাতিসংঘ সাধারণ অধিবেশনে দেখানো হয়েছে। এ বছর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় লস অ্যাঞ্জেলেসের হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে ১০ মার্চ রাতে (বাংলাদেশ সময় ১১ মার্চ, ভোর ৫টা) শুরু হয় পুরস্কার বিতরণ। চলচ্চিত্রে ২০২৩ সালের সেরা কাজগুলোকে স্বীকৃতি দেওয়া হয়েছে এবারের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে। ৯৬তম অস্কারে ২৩টি শাখায় পুরস্কার দিয়েছে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। গত বছরের মতো এবারও জাঁকজমকপূর্ণ অস্কার সঞ্চালনা করেছেন আমেরিকান টিভি তারকা জিমি কিমেল। এ নিয়ে চতুর্থবারের মতো এই দায়িত্বে দেখা গেছে তাকে। ওয়াল্ট ডিজনি কোম্পানির মালিকানাধীন এবিসি টেলিভিশন নেটওয়ার্ক বাংলাদেশসহ ২০০টিরও বেশি দেশে সরাসরি স¤প্রচার করেছে অনুষ্ঠানটি। নতুন করে নিজেকে নিয়ে ভাবতে ইচ্ছা করে। তবে ভাবনার শেষ নেই। অদ্ভুত এক গোলকধাঁধায় বন্দী আমি। এ থেকে আদৌ বের হতে পারবো কিনা জানি না। আসলে পারবো না। কোনো চেষ্টাই আমাকে মুক্ত করতে পারছে না। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টায় এসে এভাবে ভাবনার অতলে হারিয়ে যেতে হবে তা যদি আগে জানতাম, নিজেকে অনেক আগেই শেষ করে দিতাম। তখন নিজেকে শেষ করার অদম্য সাহস ছিল, এখন নেই। ভয় পাই। ইদানিং মৃত্যু ভয় পাই। প্রিয় মানুষগুলোকে ছেড়ে যাওয়ার ভয় প্রতি মুহূর্তে তাড়া করে আমাকে।
https://www.kaabait.com