• সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৪
সর্বশেষ :

ইন্দুরকানীতে উপজেলা নির্বাচনে গণসংযোগে ব‌্যস্ত প্রার্থীরা

প্রতিনিধি: / ৯৭ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৮ এপ্রিল, ২০২৪

আবুল কালাম, ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি

নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফশিল অনুযায়ী ৮ই মে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা পরিষদের নির্বাচন। ইতোমধ্যে চেয়ারম্যান পদের জন্য আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতে ইসলামীর সাত নেতা জনসংযোগ করছেন। তাদের মধ্যে আওয়ামী লীগেরই পাঁচজন। এ ছাড়া সংরক্ষিত (নারী) ভাইস চেয়ারম্যান পদে তিনজনের নাম শোনা যাচ্ছে। সাধারণ ভাইস চেয়ারম্যান পদেও অন্তত দুই আওয়ামী লীগ নেতা প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বর্তমানে এ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম মতিউর রহমান। তাঁর পাশাপাশি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজীও নির্বাচন করতে চান। তিনি জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদকসহ নানা শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত। এ দু’জনই দলের জেলা সভাপতি এ কে এম এ আউয়ালের অনুসারী।

অন্যদিকে চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য গণসংযোগ চালিয়ে যাচ্ছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের অনুসারী তিন নেতা। তারা হলেন- উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক মুধা মনিরুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক ও পত্তাশী ইউপির সাবেক চেয়ারম্যান মোবারক আলী, সাবেক সহসভাপতি ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবদুল লতিফ হাওলাদার।

এ ছাড়া মাঠে নেমেছেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য ফায়জুল কবির তালুকদার। তিনি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। তিনি দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে দেখা করছেন। ফায়জুল কবির তালুকদারের ভাষ্য, ‘দল নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিলেও এলাকার মানুষের প্রত্যাশা আছে। তাদের ভালোবাসার কারণে আমি চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাই।’ সব দলমতের মানুষ তাঁকে নির্বাচনে সমর্থন দেবে- এমন আশাও করছেন।

২০১৪ সালের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থীকে হারিয়ে জয়ী হন মাসুদ সাঈদী। তিনি স্থানীয় সাবেক সংসদ সদস্য ও মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত জামায়াতে ইসলামীর প্রয়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে। এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, মাসুদ সাঈদী এবার নির্বাচন করবেন। তিনিও এলাকায় জনসংযোগ করছেন।

এ বিষয়ে মাসুদ সাঈদী বলেন, চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য এলাকার লোকজনই তাঁকে আহবান করছেন। এ কারণে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে চান। তাঁর বাবা দেলাওয়ার হোসাইন সাঈদী সংসদ সদস্য হিসেবে এলাকায় উন্নয়ন করেছেন উল্লেখ করে মাসুদ সাঈদী বলেন, এলাকাবাসীর সহায়তায় তাঁর অসমাপ্ত কাজ শেষ করতে চান।

উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মৃধা মনিরুজ্জামান বলেন, চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য তিনি গণসংযোগ করছেন। সংসদ সদস্য শ ম রেজাউল করিমের সায় পেলে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বর্তমান চেয়ারম্যান এম মতিউর রহমানও পাড়া- মহল্লায় যাচ্ছেন। জনসাধারণের কাছে দোয়া প্রার্থনা করছেন। মতিউর রহমান বলেন, ‘দলীয় মনোনয়ন না থাকলেও দল ও এলাকাবাসীর সমর্থন আছে। তাই আমি নির্বাচন করব।’ পাঁচ বছর চেয়ারম্যান হিসেবে উন্নয়নমূলক কাজ করেছেন। কিছু অসমাপ্ত কাজ আছে। এগুলো সম্পন্ন করার জন্যই তিনি নির্বাচন করতে চান।

উপজেলা পরিষদের সংরক্ষিত (নারী) ভাইস চেয়ারম্যান পদে আছেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলরুবা মিলন নাহার। তাঁর পাশাপাশি একই সংগঠনের নেত্রী ও প্রয়াত আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন হাওলাদারের মেয়ে দিলারা পারভীন লাভলীও প্রতিদ্বন্দ্বিতা করতে চান। এই পদে নির্বাচনের জন্য গণসংযোগ করছেন জাতীয় পার্টির (জেপি) নারী সংগঠনের নেত্রী সুলতানা রানী।

বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগের আহবায়ক রুহুল আমিন বাঘার বিরুদ্ধে লড়তে আগ্রহী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মাহমুদুল হক দুলাল। বিএনপির কয়েকজন নেতা-নেত্রী ওই দুটি পদে নির্বাচনে আগ্রহী। তবে কেউ এখনই প্রকাশ্যে নাম ঘোষণা করছেন না।

২১ মার্চ ইসি ঘোষিত তপশিল অনুযায়ী আগামী ১৫ এপ্রিল পর্যন্ত মনোনয়ন ফরম জমা দেওয়া যাবে। মনোনয়ন ফরম যাচাই-বাছাই হবে ১৭ এপ্রিল। প্রত্যাহারের শেষ তারিখ ২২ এপ্রিল। ২৩ এপ্রিল হবে প্রতীক বরাদ্দ। আর ৮ মে ভোট গ্রহণ।

এ উপজেলায় মোট ভোটার প্রায় ৭০ হাজার  তারা ৩৫টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. তরিকুল ইসলাম। তিনি সোমবার বলেন, মনোনয়ন ফরম নেওয়ার জন্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। জামানত হিসেবে সঙ্গে চেয়ারম্যান প্রার্থীদের ১ লাখ টাকা ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের ৭৫ হাজার টাকা জমা দিতে হবে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com