ইন্দুরকানী(পিরোজপুর)প্রতিনিধিঃ পিরোজপুরের ইন্দুরকানীতে ৩৫ পরিক্ষার্থী অনুপস্থিতিতে শুরু হল
এসএসসি ও সমমানের পরিক্ষা সারা দেশের সাথে এক যোগে শুরু
হয়েছে এসএসসি, দাখিল, ভোকেশনাল পরিক্ষা।
উপজেলার তিনটি কেন্দ্রে মোট পরিক্ষার্থী ১১০৬ জন পরিক্ষার্থী। সকাল দশটায় পরিক্ষা শুর
হলে উপজেলা নির্বাহী অফিসার আবুবক্কার সিদ্দিকী প্রতিটি
কেন্দ্র পরিদর্শন করেন, এসময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা
মাধ্যমিক শিক্ষা অফিসার ওলি আহাদ,পরিবার পরিকল্পনা অফিসার
সোহাগ হোসেন প্রমুখ। উপজেলায় এসএসসি কেন্দ্রে মোট
পরিক্ষার্থী ৬৪৬ জন অনুপস্থিত ছিলেন ৭ জন এর মধ্যে ছাত্রী ৩, ও ছাত্র
৪ জন। এবং মাদ্রাসা কেন্দ্রে পরিক্ষার্থী ৪১২ জন অনুপস্থিত ছাত্র ৬
জন ছাত্রী ১০জন।এবং ভোকেশনাল (কারিগড়ি) মোট পরিক্ষার্থী ৮৩
জন অনপুস্থত ছাত্র ১০ ছাত্রী ২ জন।ইন্দুরকানী উপজেলা মাধ্যমিক শিক্ষা
অফিস কতৃক এই তথ্য নিশ্চিত করেন।
https://www.kaabait.com