আন্তর্জাতিক: ইসরায়েলি সেনাবাহিনী লেবাননে হিজবুল্লাহ’র সামরিক স্থাপনা লক্ষ্য করে নতুন করে বিমান হামলা শুরু করেছে। দেশটির সামরিক বাহিনীর প্রেস সার্ভিস এ কথা জানিয়েছে। খবর তাস’র। ইসরায়েলের সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, তাদের দেশের ‘আইডিএফ ফাইটার জেটগুলো লেবাননের তাইব, বেইত লিফ, সাদ্দিকিন এবং খিরবেত সেলম এলাকায় হিজবুল্লাহ’র সামরিক কম্পাউন্ড এবং সন্ত্রাসী অবকাঠামোতে আঘাত হানে।’ সামরিক বাহিনী আরো বলেছে, ইসরায়েলি যুদ্ধবিমান লেবাননের দক্ষিণাঞ্চলীয় আইতা অ্যাশ শাবের কাছে একটি সশস্ত্র গ্রæপ এবং একটি সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায়।
https://www.kaabait.com