শেখ আব্দুল গফুর, কপিলমুনি (খুলনা) অফিস
কপিলমুনির পার্শ^বর্তী হাউলী প্রতাপকাঠি সহ এর আশপাশ এলাকায় ব্যাপক
চুরি সংঘটিত হচ্ছে। চোরদের মূল টার্গেট স্কুল। প্রাইমারি স্কুলগুলো থেকে
ফ্যান খুলে নিয়ে চোরেরা নির্বিঘেœ পালিয়ে যাচ্ছে। গত ৭ ফেব্রুয়ারি
প্রতাপকাঠির ভৈরব ঘাটা রামচন্দ্র নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
থেকে গভীর রাতে স্কুলের দরজার তালা ভেঙ্গে ২০ টি ফ্যান নিয়ে চোরেরা পালিয়ে
যায়। এর ঠিক দুই দিন পর ৯ ফেব্রুয়ারি শুক্রবার গভীর রাতে হাউলী সরকারি
প্রাথমিক বিদ্যালয় থেকে দরজার তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ২০ টি ফ্যান খুলে
নিয়ে যায়। হঠাৎ করে চুরির প্রবণতা বেড়ে যাওয়ায় এলাকার মানুষের মধ্যে নতুন
করে আতঙ্কের সৃষ্টি করছে। এ ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক মিজানুর রহমানের
কাছে জানতে চাইলে তিনি জানান, চুরির ঘটনায় পাইকগাছা থানায় অভিযোগ
করা হয়েছে তদন্তের পর মামলাটি রেকর্ড হবে, পাইকগাছা থানা পুলিশ ঘটনাস্থল
পরিদর্শন করেছে। উল্লেখ্য প্রায় তিন মাস পূর্বে প্রাইমারি স্কুলের নতুন ভবন
নির্মাণের সময় রড, সিমেন্ট সহ প্রায় তিন লক্ষ টাকার মালামাল চুরি হয়ে যায়।
এই মালামাল পার্শ^বর্তী একটি বাড়ি থেকে উদ্ধার হলেও স্কুল কর্তৃপক্ষ কোন
ব্যবস্থা নেয়নি। এই এলাকাটি নির্জন হওয়ায় শুধু চুরি নয় মাদক ব্যবসায়ী ও মাদক
সেবনকারীদের ব্যাপক তাৎপরতা বৃদ্ধি পেয়েছে।
https://www.kaabait.com