• সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ০৫:০০
সর্বশেষ :

কে মাঠে নামবে মুশফিকের পরিবর্তে ?

প্রতিনিধি: / ৮৭ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২০ মার্চ, ২০২৪

স্পোর্টস: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তখনো জানত না দুই ম্যাচের টেস্ট সিরিজে মুশফিকুর রহিমকে পাওয়া যাবে না। গত সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডের পর প্রথম টেস্টের দল দেয় বিসিবি। সেখানে মুশফিকের নাম থাকলেও জানা যায়, লঙ্কানদের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের এই সিরিজ থেকে ছিটকে গেছেন এই অভিজ্ঞ ব্যাটার। চট্টগ্রামে তৃতীয় ওয়ানডেতে চোট পান মুশফিক। লঙ্কান ইনিংসের দ্বিতীয় ওভারে তাসকিন আহমেদের করা একটি বল ধরতে গেলে সেটি আঘাত করে মুশফিকের ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে। মাঠে শুশ্রূষার পর সেই চোট নিয়ে কিপিং এবং ব্যাট করে (৩৬ বলে অপরাজিত ৩৭) দলের জয়ে ভ‚মিকা রাখেন মুশফিক। তখনো জানা যায়নি এই চোটে ছিটকে যাবেন তিনি। সে জন্য ম্যাচ শেষে দেওয়া প্রথম টেস্টের দলে তাঁকে রেখেছিল বিসিবি। বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফিজিও বায়েজিদুল ইসলামকে উদ্ধৃত করে জানিয়ছে, ‘ম্যাচের পর ঢাকায় মুশফিকের চোটের জায়গায় এক্স-রে করানো হয়। তাঁর ডান হাতের বৃদ্ধাঙ্গুলির হাড়ে চিড় ধরা পড়ে। এ জন্য তাঁকে তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। ফলে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে তিনি অংশ নিতে পারবেন না।’ মুশফিকের পরিবর্তে কাকে দলে নেওয়া হবে সেটি অবশ্য জানায়নি বিসিবি। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন বলেন, ‘মুশফিকের পরিবর্তে কাকে নেওয়া যায় এটা নিয়ে আমরা একটু বসব। আশা করি, এক দুদিনের জানিয়ে দেওয়া হবে।’ সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট দলে ছিলেন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান। তিনি এবার প্রথম টেস্টের দলে ছিলেন না। তাঁর ফেরার সম্ভাবনা জোরালো হয়েছে। টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও ওয়ানডে ও টেস্ট দলের অবিচ্ছেদ্য অংশ মুশফিক। এর আগে সর্বশেষ ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ছিলেন না টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রানের মালিক। এবার চোটের কারণে টেস্ট দল থেকে ছিটকে যাওয়া মুশফিককে ঢাকায় পাঠিয়ে চট্টগ্রাম থেকে প্রথম টেস্টের ভেন্যু সিলেটে গেছেন নাজমুল হোসেন, তাইজুল ইসলামরা। একই বিমানে ছিলেন শ্রীলঙ্কার ওয়ানডে দলের ক্রিকেটাররা, যাঁরা টেস্ট দলেও আছেন। গতকাল দুপুরে ঢাকা থেকে সিলেট গেছেন মাহমুদুল হাসান জয়সহ বাংলাদেশ টেস্ট দলের কয়েকজন সদস্য, যাঁরা ওয়ানডে দলে ছিলেন না। বাকি থাকা কয়েকজন বুধবার দলের সঙ্গে যোগ দেবেন বলে জানা গেছে। টেস্ট সিরিজ সামনে রেখে সিলেটে এদিন প্রথম দিনের মতো অনুশীলনে নামবে দুই দল। স্বাগতিকরা দুপুরে তিন ঘণ্টা নিজেদের ঝালিয়ে নেবেন। তার আগে সকালে অনুশীলন সূচি রয়েছে সফরকারীদের। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামী শুক্রবার। দ্বিতীয়টি চট্টগ্রামে হবে ৩০ মার্চ।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com