• শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৩:১৬
সর্বশেষ :
পাইকগাছয় প্রায় সাড়ে চার লাখ মানুষের সেবা দিচ্ছেন মাত্র ৪জন চিকিৎসক সরিষার ভালো ফলনের সম্ভাবনা ডুমুরিয়ায় নগরঘাটায় দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাড়াদান কার্যক্রম বিষয়ক কর্মশালা আশাশুনিতে বার্ষিক পুষ্টি কর্ম পরিকল্পনা বিষয়ক দিনব্যাপী কর্মশালা কুমিরায় রাস্তার উপর থেকে সরকারী গাছ কাটার সময় আটক ১, ভ্রাম্যমান আাদালতে মামলা শ্যামনগর ঠিকাদার কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে ৭টি পদে মনোনয়ন ফরম তুললেন যারা  ডুমুরিয়ায় খেলাপি ঋণ আদায় ও বিতরণ বিষয়ক মতবিনিময় মণিরামপুরে বিরাট রাজার ধনপোতা ঢিবির দ্বিতীয় পর্যায়ে খননের উদ্বোধন আশাশুনির চাপড়ায় মূল নদীর উপর দিয়ে নদী খননের দাবীতে মানববন্ধন ১০দিনের ব্যবধানে একই ঘেরে বিদ্যুৎ স্পৃষ্টে ২পাহারাদারের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখার পৃথক অভিযানে হেরোইন ও ফেন্সিডিল উদ্ধার, আটক ৩ জন।

প্রতিনিধি: / ২৫৬ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩

সোহেল আমান রাজশাহী ব্যুরো প্রধান।

চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ ছাইদুল হাসান পিপিএম এর সার্বিক নির্দেশক্রমে মোঃ বাবুল উদ্দীন সরদার অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা চাঁপাইনবাবগঞ্জ এর তত্ত্বাবধানে ১ম অভিযানে:এসআই (নি:) মোঃ আসগর আলী এর নেতৃত্বে আসামি ০১) মোঃ আবুল কাশেম (৫৫) পিতা – মৃত এন্তাজআলী মাতা- মৃত রেফুল বেগম সাং শাহাপাড়া থানা- শিবগঞ্জ ০২) মোঃ সাদিকুল ইসলাম (৫৩) পিতা – মৃত দাউদ বিশ্বাস মাতা- মৃত রাহেলা বেগম সাং জয়নগর মীরপাড়া থানা- সদর মডেল উভয় জেলা – চাঁপাইনবাবগঞ্জ দ্বয় কে ইং ০৪/১২/২৩ তারিখ ১৩:১০ ঘটিকায় সদর মডেল থানাধীন হামিদুল্লাহ হাই স্কুল ফুটবল মাঠ থেকে ৩০০ ( তিনশত ) গ্রাম মাদকদ্রব্য হেরোইন সহ আটক করা হয় ।

২য় অভিযানে এসআই (নি:) মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে আসামি মোঃ ইউসুফ আলী ডলার (২৭) পিতাঃ মোঃ জামাল উদ্দিন মাতাঃ মোছাঃ আলবি রানী সাং হাউস নগর বারিক বাজার ইউপি- দায়পুকুরিয়া থানা- শিবগঞ্জ জেলা- চাঁপাইনবাবগঞ্জ কে ইং ০৪/১২/২০২৩ তারিখ ২১:১০ ঘটিকায় শিবগঞ্জ থানাধীন দায়পুকুরিয়া গ্রামস্থ কান্ত মোড়লের আম বাগান সংলগ্ন পাকা রাস্তার উপর থেকে ৬১ ( একষট্টি) বোতল ফেন্সিডিল সহ আটক করা হয়।

উভয় ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
রাজশাহী বিভাগীয় প্রধান
মোঃ সোহেল আমান


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com