সোহেল আমান রাজশাহী ব্যুরো প্রধান।
চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ ছাইদুল হাসান পিপিএম এর সার্বিক নির্দেশক্রমে মোঃ বাবুল উদ্দীন সরদার অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা চাঁপাইনবাবগঞ্জ এর তত্ত্বাবধানে ১ম অভিযানে:এসআই (নি:) মোঃ আসগর আলী এর নেতৃত্বে আসামি ০১) মোঃ আবুল কাশেম (৫৫) পিতা – মৃত এন্তাজআলী মাতা- মৃত রেফুল বেগম সাং শাহাপাড়া থানা- শিবগঞ্জ ০২) মোঃ সাদিকুল ইসলাম (৫৩) পিতা – মৃত দাউদ বিশ্বাস মাতা- মৃত রাহেলা বেগম সাং জয়নগর মীরপাড়া থানা- সদর মডেল উভয় জেলা – চাঁপাইনবাবগঞ্জ দ্বয় কে ইং ০৪/১২/২৩ তারিখ ১৩:১০ ঘটিকায় সদর মডেল থানাধীন হামিদুল্লাহ হাই স্কুল ফুটবল মাঠ থেকে ৩০০ ( তিনশত ) গ্রাম মাদকদ্রব্য হেরোইন সহ আটক করা হয় ।
২য় অভিযানে এসআই (নি:) মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে আসামি মোঃ ইউসুফ আলী ডলার (২৭) পিতাঃ মোঃ জামাল উদ্দিন মাতাঃ মোছাঃ আলবি রানী সাং হাউস নগর বারিক বাজার ইউপি- দায়পুকুরিয়া থানা- শিবগঞ্জ জেলা- চাঁপাইনবাবগঞ্জ কে ইং ০৪/১২/২০২৩ তারিখ ২১:১০ ঘটিকায় শিবগঞ্জ থানাধীন দায়পুকুরিয়া গ্রামস্থ কান্ত মোড়লের আম বাগান সংলগ্ন পাকা রাস্তার উপর থেকে ৬১ ( একষট্টি) বোতল ফেন্সিডিল সহ আটক করা হয়।
উভয় ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
রাজশাহী বিভাগীয় প্রধান
মোঃ সোহেল আমান
https://www.kaabait.com