• রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০১:১১
সর্বশেষ :
ডুমুরিয়ায় ধুন্দল চাষে ভালো ফলনে কৃষকের মুখে হাসি মহম্মদপুরে শিক্ষক প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত নগরঘাটায় অসুস্থ ব্যক্তির খোজ-খবর নিলেন ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা জাতীয় নাগরিক পাটি সকল চাঁ দা বাজদের রুখে দেবে : নাহিদ ইসলাম ডুমুরিয়ায় মোহাম্মদ আলি আসগার লবি স্লূইচ গেট পরিদর্শন করলেন কোনো দূর্নীতি-চাঁ দা বাজের রক্ষা হবে না, মহম্মদপুরে- নিতাই রায় চৌধুরী  অসহায়দের মাঝে ভ্যান ও টিনসহ অনুদান প্রদান করলেন সাতক্ষীরা জেলা প্রশাসক ব্যবসায়ীকে প্রকাশ্যে পাথর মে রে হ ত্যা : গ্রেপ্তার ৪ সততা ও নিষ্ঠার সাথে থানা এলাকার আইন শৃঙ্খলা বজায় রাখতে আমি সর্বদা স্বচেষ্ট-ওসি হাফিজুর রহমান সাতক্ষীরায় দায়িত্বরত অবস্থায় এসআই’র মৃ ত্যু

চেলসির রোমাঞ্চকর জয় শেষ মুহূর্তের জোড়া গোলে

প্রতিনিধি: / ২৪০ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪

স্পোর্টস: প্রতিপক্ষের মাঠে আরও একবার হারার শঙ্কা জাগায় চেলসি। যদিও গত সোমবার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে মাঠে নামার আগে অ্যাওয়ে ম্যাচে অ্যাস্টন ভিলার বিপক্ষে জয় পেয়েছিল বøুজরা। জয়ের ধারা লন্ডন ডার্বিতে ধরে রাখতে পারবে না বলেই শঙ্কা উঠেছিল। তবে শেষ মুহূর্তের লড়াইয়ে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নিয়েছে মাউরিসিও পচেত্তিনোর দল। এদিন প্রথমার্ধে পিছিয়ে পড়ে চেলসি। বিরতির পর ৪৭তম মিনিটে দলকে সমতায় ফেরান কনর গø্যাহগার। এরপর যোগ করা সময়ের এক মিনিটের মাথায় খেলায় নিজের দ্বিতীয় গোল করে দলের লিড বাড়িয়ে দেন ২৪ বছর বয়সি ইংলিশ তারকা। তিন মিনিট পর ব্যবধান আরও বাড়িয়ে চেলসির জয় নিশ্চিত করেন এনজো ফার্নান্দেজ। গত সোমবার রাতে প্রিমিয়ার লিগের খেলায় সেলহার্স্ট মাঠে ক্রিস্টাল প্যালেসকে ৩-১ গোলে হারিয়েছে চেলসি। এ নিয়ে ক্রিস্টাল প্যালেসেরে বিপক্ষে টানা ১৭ লিগ ম্যাচে অপরাজিত থাকল উত্তর লন্ডনের দলটি। এ জয়ে পয়েন্ট তালিকার ১০ নম্বরে উঠে এলো পচেত্তিনোর দল। ২৪ ম্যাচে ৩৪ পয়েন্ট চেলসির। ২৪ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে নেমেছে ক্রিস্টাল প্যালেস। ৫৪ পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষে আছে লিভারপুল। এক ম্যাচ কম খেলে ৫২ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে থাকল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। তাদের সমান পয়েন্ট থাকলেও গোলগড়ে পিছিয়ে তিনে আছে আর্সেনাল। এর আগে ক্রিস্টাল প্যালেসের মাঠে লড়তে নেমে প্রথমার্ধে পিছিয়ে পড়ে চেলসি। ম্যাচের ৩০ মিনিটে গোল হজম করে বøুজরা। কলম্বিয়ান মিডফিল্ডার জেফারসন লেরমা প্যালেসকে ১-০ গোলে এগিয়ে দেন। বিরতির আগে সেই গোল পরিশোধ করতে পারেননি পচেত্তিনোর শিষ্যরা। অথচ ৭৭ শতাংশ বলের দখল রেখেছিল চেলসি। দ্বিতীয়ার্ধের একদম শুরুতেই সমতায় ফিরে আসে চেলসি। দিনে দিনে বিরতির পর মাঠে নেমে গোল করা যেন অভ্যাসে পরিণত হচ্ছে নীল শিবিরের। ৪৭ মিনিটে বøুজদের সমতায় ফেরান মিডফিল্ডার কনর গালাগার। নির্ধারিত ৯০ মিনিট শেষেও ম্যাচের ফলাফল ছিল ১-১ সমতা। অতিরিক্ত সময়ের আরও ২টি গোলে জয় পায় চেলসি। ক্রিস্টাল প্যালেসের জালে ৯১ মিনিটে বল জড়ান ইংলিশ তারকা গালাগার। চতুর্থ মিনিটের মাথায় এবার লক্ষ্য ভেদ করেন আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। এতে ব্যবধান গিয়ে দাঁড়ায় ৩-১।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com