• শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৪

ট্রাম্প বাইডেনের ‘হাত-পা’ বাঁধা ভিডিও পোস্ট করে বিপাকে

প্রতিনিধি: / ৮৯ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১ এপ্রিল, ২০২৪

আন্তর্জাতিক: আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তাঁর নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রsথ সোশ্যালে বর্তমান প্রেসিডেন্ট ও ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের একটি হাত-পা বাঁধা ভিডিও পোস্ট করে তীব্র সমালোচানার মুখে পড়েছেন। প্রায় সাত সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে, পিকআপের পেছনে জো বাইডেনের হাত-পা বাঁধা একটি ছবি প্রিন্ট করে লাগানো হয়েছে। অর্থাৎ বর্তমান প্রেসিডেন্টকে অপহরণ করা হয়েছে—এমনটাই বোঝানো হয়েছে ছবিতে। যদিও ছবিটি আসল নয়, পুরোটাই ডক্টরেট বা প্রযুক্তির কারসাজি। ভিডিওতে দেখা গেছে, পতাকা ও ডেকাল সংবলিত দুটি ট্রাক ট্রাম্পের প্রতি সমর্থন জানাচ্ছে। আর দ্বিতীয় ট্রাকটির পেছনে ছিল বাইডেনের ছবি। ভিডিওটি শেয়ার করে ৭৭ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প ক্যাপশনে লিখেছেন, ‘৩/২৮/২৪ লং আইল্যান্ড, নিউ ইয়র্ক।’ এদিকে ট্রাম্পের এই ভিডিও পোস্ট করার পর বেজায় চটেছেন বাইডেনের সমর্থকরা। ভিডিও পোস্ট করার পরপরই বাইডেনের সমর্থকদের তোপের মুখে পড়েছেন ট্রাম্প। সাবেক মার্কিন প্রেসিডেন্টকে ডেমোক্রেটিক দলের সমর্থকরা ‘দানব’ বলেও আখ্যা দিয়েছেন। এ ব্যাপারে বাইডেনের যোগাযোগবিষয়ক পরিচালক মাইকেল টাইলর বলেন, শুক্রবার রাতে ট্রাম্পের পোস্ট করা ছবিটি তাঁর বিরোধীদের শারীরিকভাবে ক্ষতি করার ইঙ্গিত দিচ্ছে। ট্রাম্প প্রতিনিয়তই রাজনৈতিক সহিংসতাকে উসকে দিচ্ছেন। এখন সময় এসেছে তাঁকে বয়কট করার। তবে এত কিছুর পরও নিজেদের অবস্থানে অনড় ট্রাম্পের নির্বাচনী শিবির। ট্রাম্পের মুখপাত্র স্টিভেন চেউং বলেছেন, ডেমোক্র্যাট ও তাদের উন্মাদ সমর্থকরা শুধু ট্রাম্প ও তাঁর পরিবারের বিরুদ্ধে ঘৃণ্য সহিংসতাকেই উসকে দেননি, তাঁরা আসলে ট্রাম্পের বিরুদ্ধে দেশের বিচারব্যবস্থাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। অবশ্য এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্রের বর্তমান ও সাবেক প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সংস্থা মার্কিন সিক্রেট সার্ভিস। প্রসঙ্গত গতবারের মতো এবারও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করছেন জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প। এর পরও এবারের প্রেসিডেন্ট নির্বাচন অনন্য হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। মার্কিন গণতন্ত্রের ২৩৫ বছরের ইতিহাসে বাইডেন ও ট্রাম্পের মতো এমন নজিরবিহীন চ্যালেঞ্জের মুখোমুখি হননি আর কেউ। সূত্র : এএফপি


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com