• শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:১০
সর্বশেষ :
তালায় টিআরএম কার্যক্রমের বকেয়া ক্ষতিপূরণের দাবীতে সাংবাদিক সম্মেলন ডুমুরিয়ায় খামারী প্রশিক্ষণ তালার সমকাল স্কুলে ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ কালিগঞ্জে ব্রাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচীর সমাপনী সভা অনুষ্ঠিত ডুমুরিয়ায় সরবরাহ বেশি থাকায় কমেছে টমেটোর দাম আশাশুনিতে বাংলাদেশ কৃষি ব্যাংকের আমানত হিসাব খোলার ক্যাম্পেইন আধুনিক প্রযুক্তিতে মাছ চাষের প্রদর্শণী বিষয়ক কর্মশালা সাংবাদিকদের জন্য সচেতনতা মূলক পোস্ট দেবহাটায় ৩দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন নিরাপদ সড়কের জন্য দুই রাজনৈতিক নেতার প্রতিশ্রুতি নিলেন ইলিয়াস কাঞ্চন

ডুমুরিয়ায় প্রাণি সম্পদের উদ্যোগে তাপদাহে করনীয় বিষয়ক উঠান বৈঠক

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা প্রতিনিধি  / ১০৩ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১ মে, ২০২৪
তাপদাহে করনীয় বিষয়ক উঠান বৈঠক

ডুমুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, মোঃ আশরাফুল কবিরের নেতৃত্বে ২৪ বড় বড় খামারে উপস্থিত হয়ে নিয়মিত তাপদাহে করনীয় বিষয়ক পরামর্শ দিচ্ছেন। তাপ প্রবাহে প্রাণিসম্পদ ব্যবস্থাপনায় করণীয় তাপ প্রবাহজনিত পীড়ন (স্ট্রেস)সহনীয় করতে গবাদি প্রাণী বা পোল্ট্রি খামারীগণ নিম্নলিখিত ব্যবস্থাপনা অনুসরণ করতে পারেন।গবাদি প্রাণী না পেস্ট্রির ঘর শীতল রাখার ব্যবস্থা করতে হবে। এজন্য শেমের চালে ভেজা ৪ট বা বস্তা বা কাপড় বিছিয়ে দিন এবং সময়ে সময়ে তাতে পানি ছিটিয়ে ভিজিয়ে দিন। ঘরের ভিতরেও ভেজা চট বা বস্তা বা কাপড় ঝুলিয়ে রাখলে তা ঘরের ভিতরের তাপমাত্রা কমাতে সাহায্য করবে।

 

শোচের মালের উপরিভাগে প্রতিফলক রঙ করা যেতে পারে। ভিতরে সহজলভ্য ও সস্তা উপাদানের (যেমন- উি খড় ইত্যাদি) জলস সিলিং লাগিয়ে দিলে ওর অনেক ঠান্ডা থাকবে। শেডের উপরে সরাসরি সূর্যের তাপ প্রতিহোসে এদিন (কালো বা স্বচ্ছ নয়) পলিথিন সামিয়ানার মত করে টাঙিয়ে দিন।

 

ঘরের ভিতরে পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা করতে হবে, প্রয়োজনে কানে ব্যবহার করতে হবে। গবাদি প্রাণীকে দিনে একাধিকবার গোসল করনো বা পাইপের সাহায্যে পানি ছিটিয়ে ভিজিয়ে দিতে হবে। গরু দিয়ানী বা গোপ্পিকে পর্যান্ত পানি সরবরাহ করুন। পোস্ট্রির শোয়ে পানির পাত্রের সংখ্যা বাড়িয়ে দিন।

 

পানির সাথে উপযুক্ত পরিমানে লবণ, ভিটামিন সি, ইলেক্ট্রোপাইলিম ইত্যাদি মিশিয়ে দেয়া যেতে পারে। সকাল ১০ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সময়ে আবদ্ধ ঘরে বা খোলা মাঠে গবাদি প্রাণী না রেখে প্রাকৃতিক ছায়াযুক্ত স্থানে রাখুন। গবাদি প্রাণীকে গড় বা অতি পরিণত শত আঁশযুক্ত নরম কচি ঘাস সরবরাহ করতে হবে। হজমের সময় তাপ বৃদ্ধি কমাতে বৃদেল গাজীদে তম খাঁশ এবং উচ্চ শক্তি দপ্ত খাবার সরবরাহ করলে তা হিট স্ট্রেস কমাতে কার্যকরী ভূমিকা পালন করে।

 

দিনের অতিরিক্ত গরমের সময়ে খাদ্য সরবরাহ কমিয়ে শীতল সময়ে বাড়িয়ে দিন। সম্ভব হলে মিনারেল মিপ্লয়ার ব্লক সরবরাহ করুন। প্রচন্ড গরমে পারতপক্ষে কৃমিনাশক ব্যবহার বা নিয়ে। দিনের অপেক্ষাকৃত শীতল সময়ে এ কাজগুলো করা যেতে পারে। জরুরি পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় প্রাণিসম্পদ দন্তরের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখুন। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল ডুমুরিয়া, খুলনা।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com