• শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৩
সর্বশেষ :
পাইকগাছয় প্রায় সাড়ে চার লাখ মানুষের সেবা দিচ্ছেন মাত্র ৪জন চিকিৎসক সরিষার ভালো ফলনের সম্ভাবনা ডুমুরিয়ায় নগরঘাটায় দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাড়াদান কার্যক্রম বিষয়ক কর্মশালা আশাশুনিতে বার্ষিক পুষ্টি কর্ম পরিকল্পনা বিষয়ক দিনব্যাপী কর্মশালা কুমিরায় রাস্তার উপর থেকে সরকারী গাছ কাটার সময় আটক ১, ভ্রাম্যমান আাদালতে মামলা শ্যামনগর ঠিকাদার কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে ৭টি পদে মনোনয়ন ফরম তুললেন যারা  ডুমুরিয়ায় খেলাপি ঋণ আদায় ও বিতরণ বিষয়ক মতবিনিময় মণিরামপুরে বিরাট রাজার ধনপোতা ঢিবির দ্বিতীয় পর্যায়ে খননের উদ্বোধন আশাশুনির চাপড়ায় মূল নদীর উপর দিয়ে নদী খননের দাবীতে মানববন্ধন ১০দিনের ব্যবধানে একই ঘেরে বিদ্যুৎ স্পৃষ্টে ২পাহারাদারের মৃত্যু

ডুমুরিয়ায় জাতীয় এইচপিভি টিকাদান ক্যাম্পেইন সমন্বয়ক সভা

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা প্রতিনিধি  / ২৭ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
এইচপিভি টিকাদান ক্যাম্পেইন সমন্বয়ক সভা

ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আয়োজনে বুধবার ১৩ নভেম্বর ২০২৪ সকাল ১১টায় ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এইচপিভি ভাইরাসের ইনফেকশন থেকে জরায়ু ক্যান্সার হয় তাই এ ক্যান্সার থেকে রক্ষা পাওয়ার জন্য স্কুল মাদ্রাসার ছাত্রীদের টিকা নিতে হবে। অফিসার, শিক্ষক, সাংবাদিক সাথে এক সময়য়ক সভায় অনুষ্ঠিত হয়। সভায় বলা হয় জরায়ু ক্যান্সার প্রতিবছর পাঁচ হাজার রুণী মারা যায় তাই এ ভয়াবহ রোগ প্রতিরোধে বাচ্চা মেয়েদের টিকা নিয়ে প্রবিষ্যৎ নিরাপদ করতে হবে।

 

আগামী ২৪ অক্টোবর থেকে ২০ ২৪ নভেম্বর পর্যন্ত এ ক্যান্সারের টিকা প্রদান করা হবে। ১০ বছর বয়স থেকে ১৪ বছরের কিশোরী মেয়েদের মধ্যে বিনামূল্যে এই বায়দুলটিকা প্রদান করা হচ্ছে। সভায় আরো জানানো হয় জরায়ু ব্যাপারে প্রতিবছর ৩ লাখ মানুষ আক্রান্ত হচ্ছে।

ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কাজল মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন, সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডুমুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আশরাফুল কবির,ডুমুরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, ডুমুরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দিবাশীষ বিশ্বাস, ডুমুরিয়া উপজেলা ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ শাহজাহান
আলম, ডুমুরিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রতিনিধি মোঃ মামুদুর রহমান, ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, সিনিয়র সাংবাদিক জিএম আব্দুস সালাম, ডুমুরিয়া সাজিয়াড়া সামছুল উলুম মাদ্রাসার সভাপতি হযরত মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম জমাদার, ডুমুরিয়া থানার এস আই মিজানুর রহমান, ডুমুরিয়া উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, শিক্ষক আব্দুস সালাম, ডুমুরিয়া মেডিকেল ট্যাকলোজিমেও শাহ্ আলম সভায় বিভিন্ন দপ্তরে কর্মকর্তা উপজেলার বিভিন্ন উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধের উপর গুরত্ব আরোপ করে বাংলাদেশ সরকার সম্প্রসারিত টিকাদান কর্মসূচীতে এইচপিডি টিকা সংযোজন করার সিদ্ধান্ত এহন করেছে। বজ্রসন্ধির সূচনা লগ্নেই আকসিন প্রদানের মাধ্যমে এইচপিভি
কার্যক্রমণ প্রতিরোধ করা সম্ভব। এ লক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে ৫ম-৯ম শ্রেণি বা সমমানের শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রী এবং কমিউনিটিতে ১০-১৪ বছর বয়সী স্কুল বহির্ভূত বালিকাদের আগামী ২৪ অক্টোবর, ২০২৪ তারিখ হইতে মাদ ব্যপি
ক্যাম্পেইনের মাধ্যকে ১ ডোজ এইচপিডি টিকা প্রদান করা হবে। বিগত ক্যাম্পেইন সমূহের সাফল্যের সূত্র ধরে জাতীয় এইচপিভি টিকাদান ২০২৪ এর বিশাল ক্যাম্পেইন কার্যক্রমের সফলতা নির্ভর করছে সুষ্ঠু পরিকল্পনা ও বিভিন্ন এ পর্যায়ের সমন্বয়ের উপর সহ বিভিন্ন স্কুল মাদ্রাসার শিক্ষক ও ছাত্র ছাত্রীদের অভিভাবক বৃন্দ।।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com