• শুক্রবার, ০৯ মে ২০২৫, ১২:৫৮
সর্বশেষ :
ডুমুরিয়ায় তিন বছরের শিশু ধ র্ষ ণের অভিযোগে ধ র্ষ ক আটক কালিগঞ্জের কালিকাপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসায় এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত সাতক্ষীরার ২০৩ কিমি সীমান্তে বিজিবির টহল জোরদার, সহায়তায় প্রস্তুত এলাকাবাসী কৃষ্ণনগরে চোর-চক্রের হানা, স্বর্ণালঙ্কারসহ অর্ধ কোটি টাকার সম্পদ লুট শ্যামনগরে স্থানীয় সাংবাদিকদের জলবায়ু বিষয়ক প্রশিক্ষন শ্যামনগরে সরকারি জায়গা দখলের হিড়িক, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কালিগঞ্জের বিষ্ণুপুরে শত্রুতার জেরে বৃক্ষ নিধন করেছে দূ র্বৃ ত্তরা শ্যামনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন সাংবাদিককে কারাদন্ড দেওয়া সেই ইউএনওকে অবশেষে রংপুরে বদলী বিলের ভিতর কালভার্টের নিচে পড়ে ছিল দিনমজুর নারীর লা শ

ডুমুরিয়ায় প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে উপজেলা পরিষদের নির্বাচনী প্রচারনা শুরু

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা প্রতিনিধি  / ২০৭ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৩ মে, ২০২৪
উপজেলা নির্বাচন

প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে ডুমুরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রচারনা সোমবার থেকে শুরু হয়েছে। আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ডুমুরিয়ায় চেয়ারম্যান পদে চুড়ান্ত পর্যায়ে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে
৩ জন প্রতিদ্বন্দিতা করছেন।

জেলা রিটার্নিং অফিসার ও খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাজমুল হুসেইন খাঁন সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের প্রতীক বরাদ্দ করেন। চেয়ারম্যান পদে গাজী এজাজ আহমেদ ঘোড়া প্রতীক, মোঃ আজগর বিশ্বাস তারা মোটর সাইকেল প্রতীক ও এড. মুনিমুর রহমান নয়ন আনারস প্রতীক পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে গাজী আব্দুল হালিম টিয়া পাখি প্রতীক, প্রভাষক গোবিন্দ ঘোষ তালা প্রতীক, শেখ শাহিনুর রহমান শাহিন চশমা প্রতীক এবং অভিজিৎ রায় অভি টিউবয়েল প্রতীক
পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে শারমীনা পারভীন রুমা কলস প্রতীক, শোভা রানী হালদার প্রজাপতি প্রতীক এবং শিলা রানী মন্ডল ফুটবল প্রতীক বরাদ্দ পেয়েছেন।

এদিকে প্রতীক বরাদ্দের সাথে সাথেই গতকাল সোমবার দুপুর ২ টা থেকে বিভিন্ন প্রার্থীর পক্ষে উপজেলা জুড়ে বিভিন্ন হাটে, মাঠে-ঘাটে মাইকে প্রচার করতে দেখা যায়। তাছাড়া সকল প্রার্থীই বেশ আগে থেকেই গনসংযোগ চালিয়ে  যাচ্ছেন। কোন কোন প্রার্থী এদিকে প্রচারনার আগেই নির্বাচনী আচারণ বিধি লংঘন শুরু করেছেন । তবে এখনও ভোটারদের মধ্যে তেমন কোন উৎসাহ দেখা যা”েছ না।

 

ডুমুরিয়া উপজেলা পরিষদ নির্বাচন তৃতীয় ধাপে অনুষ্ঠিত হবে আগামী ২৯ মে। এবার মোট ভোটার ২ লাখ ৭৩ হাজার ১১৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৬ হাজার ৫০৭ এবং মহিলা ভোটার ১ লাখ ৩৬ হাজার ৬০৭ জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১০৮ টি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com