• বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৪:৩৯
সর্বশেষ :
শ্যামনগরে ড. মোঃ মনিরুজ্জামানের লিফলেট বিতরণ ও গণসংযোগ ইছামতী নদীর ভেড়িবাধে ভাঙ্গন পরিদর্শনে উপ-সচিব ও পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা না.গঞ্জে গ্রাম আদালত বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ ও মূল্যায়ন বিষয়ক প্রশিক্ষণ মহম্মদপুরে জামায়াতের উঠান বৈঠক অনুষ্ঠিত মাগুরায় চড়া পেঁয়াজের বাজার, এক সপ্তার ব্যবধানে একশ দশ বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে থাকা ২৪জন জেলেসহ মাছ ধরার ট্রলার উদ্ধার পাইকগাছায় স্বামী-স্ত্রীকে চেতনানাশক ওষুধ খাইয়ে স্বর্ণালংকার লুট আশাশুনিতে গ্রাম আদালতের ডিএমআইই প্রশিক্ষন অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনায় খুলনায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত তালা সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শাহাবুদ্দিন বিশ্বাস আটক

তারুণ্যের উৎসব উপলক্ষে তালায় পরিচ্ছন্নতা অভিযান

মোঃ তাজমুল ইসলাম, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি / ১০৯ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
তারুণ্যের উৎসব উপলক্ষে তালায় পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরার তালায় উপজেলা প্রাশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব উপলক্ষে পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে তালা বাজার সংলগ্ন বারুইহাটি খাল উপজেলা সরকারী মৎস্য খামার হতে কপোতাক্ষ নদ পর্যন্ত সংস্কার কাজ উদ্বোধন করা হয়েছে।

 

সোমবার (২০ জানুয়ারী) সকাল ১০ টায় তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল কর্মসূচীটি উদ্বোধন করেন। এসময় তিনি খালের ধারে বসবাসকারীদের বাড়ি বাড়ি গিয়ে ময়লা আবর্জনা খাল সহ আশেপাশে না ফেলার পরামর্শ দেন।

 

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সরকারের বিভিন্ন মন্ত্রনালয়ের নির্দেশনা ক্রমে ও মাননীয় জেলা প্রশাসক স্যারের পরামর্শে তারুণ্যের উৎসব উপলক্ষে পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচী হাতে নেয়া হয়েছে। আমরা তালার বারুইহাটি খাল উপজেলা মৎস্য খামার থেকে শুরু করে কপোতাক্ষ নদ পর্যন্ত পরিস্কার পরিচ্ছন্ন রাখার পরিকল্পনা গ্রহণ করেছি। স্কেভেটর মেশিন দিয়ে খাল খননের কাজ শুরু হয়েছে। আমি খালপাড়ে বসবাসকারীদের পরামর্শ দিব কেউ যেন খালে ময়লা আবর্জনা না ফেলেন। যদি কেউ এই পরামর্শ গ্রহণ না করেন তাহলে আইন প্রয়োগের ব্যবস্থা করা হবে।

 

তালা উপজেলা প্রকৌশলী রথীন্দ্রনাথ মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ ফিরোজ হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা মাসুম বিল্ধসঢ়;ল্লাহ, সমবায় কর্মকর্তা রফিকুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা সাদিক বিন জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তারিক ইমাম, আনিষা ক্লিলিনের সত্বাধিকারী জোয়ার্দ্দার ফারুক হোসেন, সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান, উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদ মোঃ সফিকুল ইসলাম, নাগরিক কমিটির নেতা রেজাউল ইসলাম রেজাসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com