তালায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস
উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠন নানা কর্মসূচি পালন করেছে।
কর্মসূচির মধ্যে প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এসময় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের উদ্যোগে পুষ্পমাল্য অর্পণে উপস্থিত ছিলেন, সাংবাদিক ফোরামের সভাপতি এম এ ফয়সাল(দৈনিক যুগের বার্তা/ বাংলাদেশ টুডে) সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন(দৈনিক যায়যায়দিন/খুলনাঞ্চল),বি এম জুলফিকার রায়হান( দৈনিক সংবাদ/প্রবাহ/ পত্রদূত) অর্জুন বিশ্বাস( দৈনিক বাংলাদেশ বুলেটিন/ দক্ষিনাঞ্চল প্রতিদিন) জাহাঙ্গীর হোসেন (দৈনিক ইনকিলাব), রোকনুজ্জামান টিপু(দৈনিক কালের কন্ঠ/খুলনা টাইমস্), জয়দেব চক্রবর্তী (দৈনিক আমার দেশ), আজিজুর রহমান প্রমুখ ।
https://www.kaabait.com