• বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০২:৫৩
সর্বশেষ :
শ্যামনগরে জমির মালিকদের নামে মা মলা করার প্রতিবাদে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান নেট, পাটা, জাল অপসারণে উদ্যোগী দেবহাটার ইউএনও আসাদুজ্জামান দেবহাটায় জুলাই গনঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতি সভা শ্যামনগরে বজ্রপাতে একজন নি হ ত দেবহাটায় সাংবাদিক তারেকের উপর হামলায় রিপোর্টার্স ক্লাবের নিন্দা ও প্রতিবাদ আশাশুনি দাখিল মাদ্রাসাটি আলিম স্তরে উন্নীত হওয়ায় শুকরিয়া সমাবেশ পাইকগাছায় দিনভর টানা ভারীবৃষ্টিতে তলিয়ে গেছে হাজারো মৎস্য ঘের, পুকুর ও ফসলি জমি না.গঞ্জ বন্দরে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ডুমুরিয়ায়‌ বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শ্যামনগরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

তালায় চাঁ দা বাজ’কে ধরে পুলিশে দিল জনতা

নিজস্ব প্রতিনিধি / ৩৩০ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৯ মার্চ, ২০২৫

সাতক্ষীরা তালা উপজেলার মাগুরা বাজারে রবিবার (৯মার্চ) দুপুর ১২টার দিকে চাঁদাবাজ ও সন্ত্রাসী সাঈদ সরদার (৩৫) নামে একজনকে ধরে পুলিশে দিয়েছে স্থানীয় বিএনপি’র নেতাকর্মী ও ভুক্তভোগী জনতা। আটকের পরে তাকে জুতার মালা পরায় সাধারণ জনতা। সে মাগুরা গ্রামের মাহফুজ সরদারের পুত্র।

 

প্রতক্ষদর্শী ও স্হানীয়রা জানান গত ৫আগষ্টের পর স্হানীয় সংখ্যালঘু সম্প্রদায় লোকদের নিকট ভয় দেখিয়ে চাদাদাবী করত। তাছাড়া সাইদ দীর্ঘদিন আওযামীলীগের সাথে মিশে এলাকায় সন্ত্রাসী চাদাবাজী, মাদক বিক্রয়সহ বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিল।

 

মাগুরা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোহাগ হোসেন জানান, আটককৃত সাঈদ সরদার ছাত্রদল ও যুবদলের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন জায়গা থেকে চাদা আদায় করত। এই সাঈদের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পেত না। শুধু তাই নয় তার বিরুদ্ধে তালা থানায় একাধিক মামলা রয়েছে বলে ভুক্তভোগীরা জানান। তার পরেও সে এলাকায় রাম রাজত্ব কায়েম করে চলত। অন্য দিকে এই সাঈদ ওয়ান এক্সবেট গেমের এজেন্টের ব্যবসা করত।

 

তালা উপজেলার ছাত্রদলের সাধারন সম্পাদক এসকে ফারুক জানান এই সাইদ বিএনপির নাম ভাঙ্গিয়ে সম্প্রতি মাগুরা গ্রামের দেব্রত সেনের পুত্র দীপ্ত সেনের নিকট ভয় দেখিয়ে ৪৫ হাজার টাকা চাদাবাজি করে । মাগুরা বাজারের ব্যবসায়ী গোলকের নিকট ১ লক্ষ টাকা চাদাদাবি করে। অন্য দিকে মাগুরা গ্রামের কাজল দায় এর পুত্র রিপনের বাড়িতে গাজা রাখার ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা আদায় করে।

 

এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনুর রহমান, জানান গ্রেফতারকৃত সাইদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com