• রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:১৬
সর্বশেষ :
শ্যামনগরে মোটরসাইকেল মুখোমুখি সং ঘ র্ষে গুরুতর আ হ ত ৩ খুবিতে ভর্তিচ্ছুদের সহায়তায় দেবহাটার শিক্ষার্থীদের সংগঠন ‘দরদি’ ডুমুরিয়া ইমাম পরিষদের উদ্যোগে ইসরাইলের আগ্রাসানের প্রতিবাদে বি ক্ষো ভ মিছিল দেবহাটার ইছামতি নদীর ভাঙ্গনে বদলে যাচ্ছে মানচিত্র, হুমকির মুখে রুপসী ম্যানগ্রোভ দেবহাটা উপজেলায় বোরো ধান কাটার ব্যস্ত সময় পার করছে কৃষকরা পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ নদীতে বিরল প্রজাতির কচ্ছপ অবমুক্ত দেবহাটায় অসদুপায় অবলম্বনের দায়ে এক পরীক্ষার্থী ব হি ষ্কার পাটকেলঘাটা আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা প্রদান বঙ্গবন্ধু পেশা ভিত্তিক মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত এতিমের সম্পদ আ ত্ম সাৎ করতে ফিংড়ী ইউনিয়নকে দ্বিতীয় গোপালগঞ্জ আখ্যায়িত: এলাকায় তোলপাড়

তাসরিফ খান ফোন চুরির ঘটনায় মুখ খুললেন

প্রতিনিধি: / ২২৯ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের আমন্ত্রণে গত শনিবার জেলার চুনারুঘাট ডিসিপি স্কুল মাঠে একটি জনসভায় গিয়েছিলেন সংগীতশিল্পী তাশরীফ খান। অনুষ্ঠানে গিয়ে নিজের আইফোন হারিয়ে ফেলেন এ গায়ক। তরুণ এ গায়ক অনুষ্ঠানস্থলে গাড়ি থেকে নামার সময় বেশ ভিড় ছিল। তখন তার পকেট থেকে কেউ একজন মোবাইল ফোনটি কৌশলে নিয়ে নেয়। এ নিয়ে অবশ্য পরে ক্ষোভ প্রকাশ করেন ব্যারিস্টার সুমন। এদিকে ফোন হারানোর ঘটনায় চুপ থাকলেও দেশ রূপান্তরে সংবাদ প্রকাশের এবার বিষয়টি নিয়ে কথা বললেন গায়ক তাশরীফ। ফোনটি হারানোয় তার যে বিশাল ক্ষতি হয়েছ, সেটি জানিয়েছেন তিনি। গত মঙ্গলবার বেলা ১২টা ৪৫ মিনিটের দিকে ফেসবুক ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে তাশরীফ লেখেন, ‘যে আমার পকেট থেকে ফোনটা নিয়ে গেল সে জানেও না আমার কত বড় ক্ষতি করল! আমার কোনো ব্যাকআপ দেয়া ছিল না। আমার অনেক নতুন গানের সুর রেকর্ডেড ছিল ওই ফোনটায়।’ তিনি আরও লিখেছেন, ‘অনেক নতুন গানের লিরিক ছিল। অন্তত ১০টা ভিডিও কনটেন্ট রেডি হচ্ছিল সামনে আপলোডের জন্য। আমার সব ট্যুরের ছবিগুলো ছিল। সব গুরুত্বপূর্ণ নম্বর ছিল। সবকিছু গেল! এই ক্ষতি আসলে টাকার অঙ্কে হিসাব করে মেলানো যাবে না। যাই হোক আল্লাহ তার হেদায়াত করুক।’ এর আগে ফোন হারানোর দিন অনুষ্ঠানের মঞ্চে ব্যারিস্টার সুমন বলেন, এটা কেমন হলো? তাসরিফ খান ঢাকা থেকে এসেছে আমাদের মাঝে। আর তার পকেট থেকে কিনা আইফোনটি চুরি করে নেয়া হলো। গাড়ি থেকে নামতেই ভিড়ের মধ্যে পকেট থেকে তার ফোনটি বের করে নেয়া হয়েছে। এটা খুবই খারাপ কাজ হয়েছে। তাশরীফ একজন কণ্ঠশিল্পী হলেও বিগত বন্যায় সিলেট অঞ্চলে সেচ্ছ¡াসেবী হিসেবে কাজ করে আলোচনায় আসেন। ওই সময় তিনি ফেসবুক লাইভের মাধ্যমে বন্যার্তদের জন্য কোটি কোটি টাকা অনুদান তোলেন। স¤প্রতি ব্যারিস্টার সাইয়েদুল ইসলাম সুমন সংসদ সদস্য নির্বাচিত হলে তারই আমন্ত্রণে চুনারুঘাটের অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে গিয়েই এমন বিপদে পড়লেন তিনি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com