• শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০২:০৭
সর্বশেষ :
পাইকগাছয় প্রায় সাড়ে চার লাখ মানুষের সেবা দিচ্ছেন মাত্র ৪জন চিকিৎসক সরিষার ভালো ফলনের সম্ভাবনা ডুমুরিয়ায় নগরঘাটায় দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাড়াদান কার্যক্রম বিষয়ক কর্মশালা আশাশুনিতে বার্ষিক পুষ্টি কর্ম পরিকল্পনা বিষয়ক দিনব্যাপী কর্মশালা কুমিরায় রাস্তার উপর থেকে সরকারী গাছ কাটার সময় আটক ১, ভ্রাম্যমান আাদালতে মামলা শ্যামনগর ঠিকাদার কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে ৭টি পদে মনোনয়ন ফরম তুললেন যারা  ডুমুরিয়ায় খেলাপি ঋণ আদায় ও বিতরণ বিষয়ক মতবিনিময় মণিরামপুরে বিরাট রাজার ধনপোতা ঢিবির দ্বিতীয় পর্যায়ে খননের উদ্বোধন আশাশুনির চাপড়ায় মূল নদীর উপর দিয়ে নদী খননের দাবীতে মানববন্ধন ১০দিনের ব্যবধানে একই ঘেরে বিদ্যুৎ স্পৃষ্টে ২পাহারাদারের মৃত্যু

তিন বছর পর মায়ার্স আবারও সেই চট্টগ্রামে

প্রতিনিধি: / ১৪৮ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪

স্পোর্টস: ২০২১ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে চট্টগ্রামের সাগরিকায় টেস্ট অভিষেক হয়েছিল ক্যারিবিয়ান অলরাউন্ডার কাইল মায়ার্সের। স্বাগতিক বাংলাদেশের বিরুদ্ধে সেই টেস্টের দ্বিতীয় ইনিংসে ২১০ রান করে ম্যাচ-সেরা হয়েছিলেন মায়ার্স। ঠিক তিন বছর পর আবার সেই সুখস্মৃতিকে চট্টগ্রামে ফিরিয়ে আনলেন মায়ার্স। তবে এবার ওয়েস্ট ইন্ডিজের হয়ে নয়, পারফর্ম করেছেন চলমান বিপিএলে। গত শনিবার সিলেটের বিপক্ষে ব্যাট হাতে ৪৮ রানের পর ১২ রানে ৩ উইকেট নিয়ে আবার ম্যাচ-সেরা বরিশালের এই ক্রিকেটার। কাকতালীয়ভাবে এবার বিপিএলে তার জার্সির নাম্বারও ২১০। তিন বছর আগের স্মৃতি এখনো বয়ে বেড়াচ্ছেন মায়ার্স। এদিন ম্যাচ শেষে বরিশালের প্রতিনিধি হিসেবে এসেছিলেন মায়ার্স সেখানেই উঠেছিলে তার চট্টগ্রামের সুখকর স্মৃতির প্রসঙ্গটা। তাতেই কিছুটা হেসে মায়ার্স বলেন, এখানে খেলার দারুণ স্মৃতি আছে আমার। সর্বশেষ যখন এখানে খেলেছিলাম তখন আমি অভিষেকেই ডাবল সেঞ্চুরি করেছিলাম। এখানে ফিরে আসার বিষয়টি দারুণ। ফিরতে পেরে আমি বেশ আনন্দিত।’ চট্টগ্রামের উইকেট খুব উপভোগ করেন জানিয়ে এই ক্যারিবিয়ান অলরাউন্ডার বলেন, ‘মাঠ কিছুটা ছোট। আউটফিল্ড অনেক ফাস্ট। এখানে খেলাটা বেশ উপভোগ করি। এখানে শটের জন্য ভালো পুরস্কার পাওয়া যায়। তাই এখানে ব্যাটিং করাটা আমি দারুণ উপভোগ করি। মায়ার্স জানালেন, চট্টগ্রামে অনুশীলনের সময় ২১০ রানের সেই ইনিংসটির কথা মাথায় ছিল তার। এটাই তাকে ভালো খেলার অনুপ্রেরণা দিয়েছে।’ ২০২১ সালের ফেব্রæয়ারিতে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি হয় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সেই ম্যাচ দিয়েই টেস্ট অভিযাত্রা শুরু কাইল মায়ার্সের। এর আগে জানুয়ারিতে তিনি ওডিআইতে অভিষিক্ত হন মিরপুরে। চট্টগ্রামে প্রথম টেস্টেই বাজিমাত করেছিলেন এই ক্যারিবিয়ান অলরাউন্ডার। বল হাতে সাফল্য ধরা না দিলেও ব্যাট হাতে ছিলেন এককথায় অসাধারণ। প্রথম ইনিংসে ৬৫ বল মোকাবিলায় ৪০ রান করলেও দ্বিতীয় ইনিংসে দীর্ঘ এক ইনিংস খেলেন মায়ার্স।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com