• শনিবার, ১০ মে ২০২৫, ০২:১৮
সর্বশেষ :
দেবহাটার ইছামতি নদীতে জালে ধরা পড়লো বিশাল এক কচ্ছপ ডুমুরিয়ায় তিন বছরের শিশু ধ র্ষ ণের অভিযোগে ধ র্ষ ক আটক কালিগঞ্জের কালিকাপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসায় এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত সাতক্ষীরার ২০৩ কিমি সীমান্তে বিজিবির টহল জোরদার, সহায়তায় প্রস্তুত এলাকাবাসী কৃষ্ণনগরে চোর-চক্রের হানা, স্বর্ণালঙ্কারসহ অর্ধ কোটি টাকার সম্পদ লুট শ্যামনগরে স্থানীয় সাংবাদিকদের জলবায়ু বিষয়ক প্রশিক্ষন শ্যামনগরে সরকারি জায়গা দখলের হিড়িক, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কালিগঞ্জের বিষ্ণুপুরে শত্রুতার জেরে বৃক্ষ নিধন করেছে দূ র্বৃ ত্তরা শ্যামনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন সাংবাদিককে কারাদন্ড দেওয়া সেই ইউএনওকে অবশেষে রংপুরে বদলী

দক্ষিণ কোরিয়ায় চিকিৎসকদের লাইসেন্স স্থগিত ধর্মঘট অব্যাহত রাখায়

প্রতিনিধি: / ১৮২ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৪ মার্চ, ২০২৪

বিদেশ : ধর্মঘট অব্যাহত রাখায় শিক্ষানবীশ চিকিৎসকদের লাইসেন্স স্থগিতের পদক্ষেপ নিতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার সরকার। সোমবার কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে। দেশটির একটি টেলিভিশনে দেয়া বিবৃতিতে স্বাস্থ্যমন্ত্রী চো কিও-হং বলেন, শিক্ষনবীশ চিকিৎসকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হাসপাতালগুলো পরিদর্শন শুরু করবে তারা। কারণ কাজে ফিরে যেতে সরকারের বেঁধে দেওয়া সময়সীমা উপেক্ষা করেছেন তারা। গতকাল সোমবার দেয়া বিবৃতিতে তিনি আরও বলেন, আইন ও নীতি মেনেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার।একে চিকিৎসকদের ক্যারিয়ারের পথে বড় ধরনের হুমকি বলে মনে করছেন স্বাস্থ্যমন্ত্রী। ক্রমবর্ধমান চিকিৎসক সংকটের কারণে স¤প্রতি মেডিকেল স্কুলে শিক্ষার্থী ভর্তি বাড়ানোর সিদ্ধান্ত নেয় দক্ষিণ কোরিয়ার সরকার। সরকারের এ পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গত ২০ ফেব্রæয়ারি থেকে কর্মবিরতিতে চলে যান প্রায় নয় হাজার আবাসিক ও শিক্ষানবীশ চিকিৎসক। এতে হাসপাতালগুলো প্রায় অচল হয়ে পড়ে। জরুরি চিকিৎসা ও অস্ত্রোপচার ব্যহত হয়। এমনকি চিকিৎসা না পেয়ে এক বৃদ্ধার মৃত্যুও হয়। এর আগে, চিকিৎসকদের কাজে ফিরতে ২৯ ফেব্রæয়ারি পর্যন্ত সময়সীমা বেঁধে দেয় সরকার। গত রোববার কোরিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (কেএমএ)আয়োজিত গণ সমাবেশে রাস্তায় নামে হাজারো চিকিৎসক। সে সময় সরকারের বেধে দেওয়া সময়-সীমা মানেন না বলে জানান তারা। যে চিকিৎসকরা ধর্মঘট করছেন তারা দক্ষিণ কোরিয়ার এক লাখ ৪০ হাজার চিকিৎসকের একটি অংশ। কিন্তু তারা কিছু বড় হাসপাতালের মোট চিকিৎসকের অন্তত ৪০ শতাংশ। দক্ষিণ কোরিয়ার আইন অনুযায়ী, চিকিৎসকদের ধর্মঘট নিষেধ করা হয়েছে। সেখানে চিকিৎসক সংকট তীব্র। প্রতি এক হাজার মানুষের জন্য চিকিৎসক রয়েছেন ২.৫ জন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com