• সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৫:৪৬
সর্বশেষ :
সাতক্ষীরার সাবেক এসপি মঞ্জুরুল কবীর ও এমপি মোস্তফা লুৎফুল্লাহসহ ২২জনের নামে মা ম লা শ্যামনগরে জাল দলিলের খপ্পরে পড়ে অসহায় হতদরিদ্র নুরুন নাহার দিশেহারা আমার রাজনৈতিক ক্যারিয়ার ধং সের জন্য চ ক্রা ন্ত করা হচ্ছে- লিটন মহম্মদপুরে বিএনপির প্র তি বা দ সমাবেশ দেবহাটায় ছেলের সন্তানের জন্য সুবিচার প্রার্থনা শ্যামনগরে ভারতীয় পণ্যসহ অ বৈ ধ অনুপ্রবেশকারী আটক আগামীকাল থেকে শুরু হবে গোয়ালডাঙ্গা বেড়ী বাঁধ ভাঙ্গনের কাজ ডুমুরিয়ায় ধানের পোকামাকড় দমনে জনপ্রিয় আলোক ফাঁদ সুন্দরবনের গাছের ডাল থেকে এক বয়স্ক নারীকে উদ্ধার করেছে জেলেরা না.গঞ্জে বাংলাদেশ রাইটার্স ক্লাব এর সাহিত্য আড্ডা ও ইফতার মাহফিল

‘দর্শকদের ভালো কাজ উপহার দিতে চাই: সজল

প্রতিনিধি: / ১৪২ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: ‘দর্শকদের ভালো কাজ উপহার দিতে চাই। হোক তা নাটক কিংবা সিনেমা। আমি ভীষণভাবে কৃতজ্ঞ সকল শ্রেণির দর্শকের প্রতি, আমার সকল নাটক-সিনেমার প্রযোজক, পরিচালক, সহশিল্পী ও ইউনিটের সকলকে। বিশেষ দিনে একজন অভিনেতার জন্য নতুন সিনেমার সঙ্গে যুক্ত হওয়ার চেয়ে সুন্দর আর কী হতে পারে।’-জন্মদিনে নতুন সিনেমায় যুক্ত হওয়া প্রসঙ্গে কথাগুলো বলেন জনপ্রিয় অভিনেতা সজল। নাটকের পাশাপাশি সিনেমাতে দারুণ মুন্সিয়ানা দেখাচ্ছেন অভিনেতা সজল। সেই ধারাবাহিকতায় এবার যুক্ত হলেন ‘জীবনের খেলা’ সিনেমায়। ছবিটিতে কেমন চরিত্রে দেখা যাবে সজলকে?-এমন প্রশ্নে তিনি বলেন, ‘অপেক্ষা করা যাক। তবে অনেক চমক থাকবে।’ জানা গেছে, শিগগিরই সিনেমাটির নির্মাণকাজ শুরু হবে। ওয়ালিদ আহমেদ পরিচালিত সিনেমাটিতে সজলের নায়িকা হিসেবে থাকছেন সিন্ডি রোলিং। উল্লেখ্য, সজল অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল হৃদি হক পরিচালিত ‘১৯৭১ সেই সব দিন’। এই সিনেমায় তিনি একটি ব্যতিক্রম চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। এর আগে জাজ মাল্টিমিডিয়ার ‘জি¦ন’ সিনেমা দিয়ে পেয়েছেন ব্যবসায়িক সাফল্যও। পূজা চেরীর সঙ্গে বয়সের ব্যবধান নিয়ে শুরুতে অনেক নেতিবাচক আলোচনা হলেও সজল প্রমাণ করেছেন চরিত্র অনুযায়ী তিনি নিজেকে গড়ে নিতে পারেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com