• বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:১৬
সর্বশেষ :
দেবহাটায় ৩দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন নিরাপদ সড়কের জন্য দুই রাজনৈতিক নেতার প্রতিশ্রুতি নিলেন ইলিয়াস কাঞ্চন জেন্ডার ট্রাসফরমেটিভ ওয়াশ বিষয়ক কর্মশালা শ্যামনগরে মৎস্য ঘের দখলকে কেন্দ্র করে সংঘর্ষে আহত-৩ ধানদিয়ায় উন্নয়ন প্রচেষ্টার উদ্যোগে মাঠ দিবস অনুষ্ঠিত দেবহাটায় শহীদ আসিফ স্মৃতি ব্যাডমিন্টন টুনামেন্ট অনুষ্ঠিত দেবহাটায় গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা বাদল গাজীর রাষ্ট্রীয় মর্যাদায় দা ফ ন সম্পন্ন মনিরামপুরে ব্র্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের প্রত্যাশা ২ প্রকল্পের মাসিক সভা অনুষ্ঠিত আশাশুনির দরগাহপুর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

দেবহাটাব্যাপী দরদির বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচী পালিত

কে এম রেজাউল করিম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি / ৮৪ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
দরদির বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচী পালিত

“ধরিত্রী সবুজেই সাজে” এই প্রতিপাদ্যে ২০ আগস্ট মঙ্গলবার দেবহাটা উপজেলার বিভিন্ন এলাকার সারাদেশের বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন দরদির উদ্যোগে উপজেলাব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও থানা প্রশাসনের উপস্থিতিতে মঙ্গলবার সকালে এ প্রোগ্রামের অভিষেক হয় আর চলে দিনব্যাপী।

 

সকাল ১১টায় দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেখ মাহমুদ হোসেনের উপস্থিতিতে দেবহাটা থানা কমপাউন্ডে একটি শালগাছ রোপণ করা হয়। অতঃপর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের উপস্থিতিতে উপজেলা পরিষদ জামে মসজিদ সংলগ্ন স্থানে বৃক্ষ রোপন করা হয়।

 

পাশাপাশি উপজেলা নির্বাচন অফিস সংলগ্ন স্থানে উপজেলা নির্বাচন কর্মকর্তার উপস্থিতিতে বৃক্ষ রোপণ করা হয়।

 

এসময় সুন্দর ও সবুজ দেবহাটা গড়ার প্রত্যয়ে দরদির সভাপতি সাকিব হোসেন ছয় দফা বিশিষ্ট একটি প্রস্তাবনা উপজেলা প্রশাসন ও থানা প্রশাসন বরাবর পেশ করেন। এ সময় উপস্থিত ছিলেন দরদির সাধারণ উপদেষ্টা ও দেবহাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, দেবহাটা কলেজের সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, সহ-সভাপতি মেহেদী হাসান কাজল, সাংগঠনিক সম্পাদক কে.এম রেজাউল করিমসহ দরদির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পরে বিকালে পারুলিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন শহীদ আসিফ চত্বরে দরদির উদ্যোগে দুই শতাধিক গাছ বিতরণ ও সুন্দর দেবহাটা গড়তে জনসচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দরদির উচ্চশিক্ষা বিষয়ক উপদেষ্টা ও হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম এবং দরদির বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক উপদেষ্টা নাসির উদ্দীন।

 

দরদির এমন কার্যক্রমকে দেবহাটা উপজেলার অফিসার ইনচার্জ সেখ মাহমুদ হোসেন এবং উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান স্বাগত জানিয়েছেন। পাশাপাশি সমাজের সকলস্তরের জনগণ দরদির প্রতি সাধুবাদ ব্যক্ত করেছেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com