• শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৩:০৭
সর্বশেষ :
পাইকগাছয় প্রায় সাড়ে চার লাখ মানুষের সেবা দিচ্ছেন মাত্র ৪জন চিকিৎসক সরিষার ভালো ফলনের সম্ভাবনা ডুমুরিয়ায় নগরঘাটায় দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাড়াদান কার্যক্রম বিষয়ক কর্মশালা আশাশুনিতে বার্ষিক পুষ্টি কর্ম পরিকল্পনা বিষয়ক দিনব্যাপী কর্মশালা কুমিরায় রাস্তার উপর থেকে সরকারী গাছ কাটার সময় আটক ১, ভ্রাম্যমান আাদালতে মামলা শ্যামনগর ঠিকাদার কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে ৭টি পদে মনোনয়ন ফরম তুললেন যারা  ডুমুরিয়ায় খেলাপি ঋণ আদায় ও বিতরণ বিষয়ক মতবিনিময় মণিরামপুরে বিরাট রাজার ধনপোতা ঢিবির দ্বিতীয় পর্যায়ে খননের উদ্বোধন আশাশুনির চাপড়ায় মূল নদীর উপর দিয়ে নদী খননের দাবীতে মানববন্ধন ১০দিনের ব্যবধানে একই ঘেরে বিদ্যুৎ স্পৃষ্টে ২পাহারাদারের মৃত্যু

দেবহাটার নবাগত ওসির সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতুবৃন্দের মতবিনিময়

কে এম রেজাউল করিম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি / ৫৪ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতুবৃন্দের মতবিনিময়

দেবহাটা থানার নবাগত পুলিশ পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ গাজীর সাথে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেবহাটা উপজেলার প্রতিনিধিগণ। রবিবার সকাল ১০টায় থানার অফিসার ইনচার্জ এর কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি মুজাহিদ বিন ফিরোজের নেতৃত্বাধীন একটি দল।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের মেধাবী ছাত্র নাজমুল হোসেন রনি অন্যতম ছাত্র প্রতিনিধি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের মেধাবী ছাত্র নাহিদ হোসেন আন্দোলন চলাকালীন গুলিবিদ্ধ ছাত্রনেতা ও অন্যতম প্রতিনিধি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলা, সরকারি খান বাহাদুর আহছানউল্লাহ কলেজের ম্যানেজমেন্ট বিভাগের মেধাবী ছাত্র মুজাহিদ বিন ফিরোজ অন্যতম ছাত্র প্রতিনিধি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেবহাটা উপজেলা, সরকারি খান বাহাদুর আহছানউল্লাহ কলেজের মেধাবী ছাত্র আব্দুল্লাহ ছাত্র প্রতিনিধি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেবহাটা উপজেলা, সরকারি খান বাহাদুর আহছানউল্লাহ কলেজ ইন্টার ২য় বর্ষের মেধাবী ছাত্রী তাসনুভা আফরিন মিলি প্রতিনিধি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সরকারি খান বাহাদুর আহছান উল্লাহ কলেজের ইন্টার ২য় বর্ষের মেধাবী ছাত্র সাহারিয়ার, সাতক্ষীরা সরকারি কলেজের মেধাবী ছাত্র ইমরান নাজিমসহ আরো অনেক শিক্ষার্থীরা।
এসময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলা প্রতিনিধি নাজমুল হোসেন রনি বলেন, পুলিশকে এতোদিন বিভিন্ন দলের স্বার্থে ব্যবহার করা হয়েছে। পুলিশ এখন স্বাধীনভাবে কাজ করার সুযোগ পেয়েছে সুতরাং কোন রাজনৈতিক সংগঠন ক্ষমতায় আসবে ধারণা করে সেই সংগঠনের হয়ে কাজ করতে অনুৎসাহিত করেন। তিনি দেবহাটা উপজেলাটাকে নিজের মনে করে কাজ করার কথা বলেন এবং মাদক ব্যবসা, সিন্ডিকেট, ইভটিজিং ও সন্ত্রাস নির্মুল করার প্রচেষ্টা চালাতে আহবান জানান। দেবহাটা থানার অফিসার ইনচার্জ নূর মোহাম্মদ গাজী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধিদের সাথে নিয়ে দেবহাটা উপজেলার সংস্কারের কাজ শুরু করার আশ্বাস দেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com