দেবহাটার মাঝ পারুলিয়া জামিয়া ইসলামীয়া ফয়জুল উলুম নূরানী কিন্ডারগার্টেন মাদ্রাসার আয়োজনে শনিবার ২৮ ডিসেম্বর সকালে মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জামিয়া ইসলামীয়া ফয়জুল উলুম মাদ্রাসায় পরিচালক মুফতি আব্দুর সবুর সাহেবের সভাপতিত্বে। উক্ত অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন দ্বীনি শিক্ষা গ্রহন ও একজন আদর্শ মানুষ হিসেবে সন্তানদেরকে গড়ে তোলার জন্য মাদ্রাসায় ভর্তি করার আহবান জানান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, বিশেষ অতিথি উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, মাওলানা মুফতি আব্দুর রহমান, হাফেজ আশরাফ আলী, মুফতি রাকিব হাসান, মুফতি কামাল উদ্দিন, মুফতি আবু সাঈদ, মাওলানা শহিদুল ইসলাম জমিরী, মুফতি হারুনুর রশিদ হাবিবী, সাংবাদিক মোঃ সিরাজুল ইসলাম , জাতীয়তাবাদী শ্রমিকদলের সিনিয়র সহ সভাপতি আব্দুল আলিম,অবিভাবক গণ সহ এলাকায় অনেকেই উপস্থিতি ছিলেন।
আলোচনা অনুষ্ঠান শেষে ছাত্রছাত্রীদের মাঝে ২০২৪ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
https://www.kaabait.com