দেবহাটায় ৫১ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৯ অক্টোবর সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান। প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান।
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশনের সহকারি প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তহিরুজ্জামান, বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ের রফিক উল আলম প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ইউএনও মোঃ আসাদুজ্জামান বলেন, শিক্ষার পাশাপাশি একজন শিক্ষার্থীর শরীর গঠন একান্ত প্রয়োজন। এজন্য ক্রীড়া অনুশীলন একান্ত দরকার। ক্রীড়ার মাধ্যমেই একজন খেলোয়াড়ের সাথে সাথে দেশের পরিচিতি অতি দ্রুত বিশ্বে ছড়িয়ে যায়। শেষে প্রধান অতিথি বিজয়ীদেরকে পুরষ্কার বিতরন করেন।
https://www.kaabait.com