দেবহাটা মডেল সরঃ প্রাথঃ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরষ্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৩০ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার দাস।
প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা সরকারী বিবিএমপি হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, উপজেলা রিসোর্স সেন্টারের সহকারী ইন্সট্রাক্টর মোঃ শাহেদুজ্জামান, উপজেলা একাডেমির সুপারভাইজার মিজানুর রহমান, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা ও দেবহাটা সরকারী বিবিএমপি হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম।
সহকারী শিক্ষক আব্দুল আজিজের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান কাজল, ইউপি সদস্যা রেহেনা পারভিন, সহকারী শিক্ষক হযরত আলী, সহকারী শিক্ষক প্রশান্ত কুমার, অভিভাবক মন্টু হোসেন, অভিভাবক দীপঙ্কর রায় ভজো প্রমুখ।
অনুষ্ঠানে এবছর সর্বোচ্চ নং পাওয়ায় ৪র্থ শ্রেনী থেকে ৫ম শ্রেনীতে কৃতকার্য হওয়া শিক্ষার্থী আলী রেজানকে ইউএনও একটি সাইকেল প্রদান করেন।
https://www.kaabait.com