• মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৪:০৪
সর্বশেষ :
মহম্মদপুরে জামায়াতের উঠান বৈঠক অনুষ্ঠিত মাগুরায় চড়া পেঁয়াজের বাজার, এক সপ্তার ব্যবধানে একশ দশ বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে থাকা ২৪জন জেলেসহ মাছ ধরার ট্রলার উদ্ধার পাইকগাছায় স্বামী-স্ত্রীকে চেতনানাশক ওষুধ খাইয়ে স্বর্ণালংকার লুট আশাশুনিতে গ্রাম আদালতের ডিএমআইই প্রশিক্ষন অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনায় খুলনায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত তালা সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শাহাবুদ্দিন বিশ্বাস আটক আওয়ামীলীগ নেতার নেতৃত্বে বাক প্রতিবন্ধী শিশুসহ গৃহবধুর উপর হামলা ডুমুরিয়ায় ব্যাবসায়ী সম্মেলন দেবহাটায় ৮দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালীগঞ্জ বিজয়ী

দেবহাটা রিপোর্টার্স ক্লাবে আলোচনা ও শীতার্তদের শীতবস্ত্র বিতরণ

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ১৬৫ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫

দেবহাটা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে আলোচনা সভা ও পরে শীতার্ত অসহায় দুঃস্থ মানুষদেরকে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার ৯ জানুয়ারী সকাল সাড়ে ১১টায় রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানের পূর্বে আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা।

 

প্রধান অতিথি ছিলেন দেবহাটা দেবহাটা থানার অফিসার ইনচার্জ হযরত আলী। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আলহাজ্ব মাহবুবুল আলম ও দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম।

 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমরান ফরহাদ, সহকারী অধ্যাপক রিপোর্টার্স ক্লাবের কার্য্যনির্বাহী সদস্য ইয়াছিন আলী, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান কাজল, সহ-সভাপতি রুহুল আমিন মোড়ল,সাধারণ সম্পাদক ওমর ফারুক মুকুল, যুগ্ম সাধারণ আসাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কে.এম রেজাউল করিম, দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম আলম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক তারেক মনোয়ার, প্রচার সম্পাদক আবু হাসান, ক্লাবের সদস্য সাংবাদিক আবু সাঈদ প্রমুখ।

 

শেষে অসহায় শীতার্ত মানুষদেরকে অতিথিবৃন্দ শীতবস্ত্র বিতরন করেন। এসময় অতিথিবৃন্দ শীতার্ত অসহায় মানুষদেরকে শীতবস্ত্র বিতরন করার জন্য রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com