রাজধানীর ডেমরায় দ্বিতীয় বিয়ে করায় স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। শুক্রবার সকালে এ ঘটনা হয়। পরে ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ওই ব্যক্তির ভাই বলেন, আমার ভাই প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করেন। এতে ক্ষোভে প্রথম স্ত্রী গতকাল রাতে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে সকালের দিকে পুরুষাঙ্গ কেটে পালিয়ে যায়। পরে আমার ভাইয়ের চিৎকারে দ্রুত তার রুমে এসে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সকালের দিকে রক্তাক্ত জখম অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হলে জরুরি বিভাগে চিকিৎসার ব্যবস্থা করা হয়। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।
https://www.kaabait.com