• মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ০৯:৩১
সর্বশেষ :
সাতক্ষীরায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার সাতক্ষীরা পৌরসভায় জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা বিশ্লেষণ কার্যক্রম অনুষ্ঠিত তালায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে সচেতনতা সভা দেবহাটায় ফেয়ার মিশনের উদ্যোগে ৩দিনব্যাপী বই মেলার সমাপনী উত্তরণের উদ্যোগে ফরিদপুরে স্থানীয় রেজিলিয়েন্স এজেন্টদের তিনদিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত মনোনয়ন ফরম জমা দিয়েছেন বিএনপি মনোনিত এ্যাড নিতাই রায় চৌধুরী শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের বার্ষিক বনভোজন ব্রক্ষ্মরাজপুর পুলিশ ফাড়িতে হামলা মামলায় আরও ১জন গ্রেপ্তার পরকীয়া প্রেমের জেরে সাতক্ষীরার গোয়ালপোতায় যুবককে নি*র্যা*তন করার অভিযোগ নির্বাচনকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : আইজিপি

নওগাঁয় ৪জন গু লি বি দ্ধ

নওগাঁ প্রতিনিধি / ৬২৮ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
নওগাঁয় ৪জন গুলিবিদ্ধ

নওগাঁয় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে হামলায় বি,এন,পির  বিএনপির ৪ নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের উদ্ধার করে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হওয়ায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শহরের ইয়াদ আলীর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁর পুলিশ সুপার কুতুব উদ্দিন। আহতরা হলেন  আফজাল হোসেনের ছেলে আব্দুল মজিদ (৬০), কাবিল হোসেন (৫২) ও শফিকুল ইসলাম (৪৫)। এবং  আহত আরেকজনের নাম জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০ টার দিকে আব্দুল মজিদ, কাবিল হোসেন ও শফিকুল দোকান বন্ধ করছিলো। এ সময় হঠাৎ মোটরসাইকেলযোগে গিয়ে অস্ত্রধারী সন্ত্রাসীরা গুলি চালায় ও দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পালানোর সময় তারা মোটরসাইকেল ও হামলায় ব্যবহৃত অস্ত্র ফেলে যায়।
ঘটনার খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যায়। এ বিষয়ে নওগাঁ সদর বোয়ালিয়া ইউনিয়ন বিএনপির সদস্য মাহবুব হাসান জানান, আহতরা সবাই বোয়ালিয়া ইউনিয়ন বিএনপির নেতাকর্মী। হামলাকারীরা চিহ্নিত সন্ত্রাসী ও আওয়ামী লীগের ক্যাডার মোহাম্মদ আলী ২ সহযোগীকে নিয়ে হামলা চালিয়েছে।
এ বিষয়ে নওগাঁ জেলার  পুলিশ সুপার কুতুব উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান।  হামলার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে সন্ত্রাসীদের ফেলে যাওয়া শটগান ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করার আশ্বাস দেন তিনি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com