• বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০১:৫৯
সর্বশেষ :
পাইকগাছায় সরদার বাড়ির মেয়ে রত্নগর্ভা ডালিমের ত্যাগ, শাসন আর সাফল্যের অনন্য গল্প কোন দলে যোগ দিচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া? এখনই কার্যকর নয় দুই উপদেষ্টার পদত্যাগ, জানা গেল কারণ শ্যামনগরে নিরাপদ সুপেয় ও কৃষি কাজে ব্যবহার উপযোগী পানির সহজলভ্যতা বৃদ্বির জন্য অ্যাডভোকেসী সভা পদত্যাগ করেছেন উপদেষ্টা আসিফ ও মাহফুজ প্রাথমিক বিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে আলোচনা সভা না.গঞ্জ সদরে দূর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ মহান মুক্তিযুদ্ধে সাতক্ষীরার ভূমিকা ইতিহাসের পাতার স্বর্নাক্ষরে জ্বলজ্বল করবে অনধিকাল ধরে তফসিল: ১০ ডিসেম্বর সিইসির বক্তব্য ধারণ করবে বিটিভি ও বেতার

নওগাঁয় ৪জন গু লি বি দ্ধ

নওগাঁ প্রতিনিধি / ৬১৪ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
নওগাঁয় ৪জন গুলিবিদ্ধ

নওগাঁয় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে হামলায় বি,এন,পির  বিএনপির ৪ নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের উদ্ধার করে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হওয়ায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শহরের ইয়াদ আলীর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁর পুলিশ সুপার কুতুব উদ্দিন। আহতরা হলেন  আফজাল হোসেনের ছেলে আব্দুল মজিদ (৬০), কাবিল হোসেন (৫২) ও শফিকুল ইসলাম (৪৫)। এবং  আহত আরেকজনের নাম জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০ টার দিকে আব্দুল মজিদ, কাবিল হোসেন ও শফিকুল দোকান বন্ধ করছিলো। এ সময় হঠাৎ মোটরসাইকেলযোগে গিয়ে অস্ত্রধারী সন্ত্রাসীরা গুলি চালায় ও দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পালানোর সময় তারা মোটরসাইকেল ও হামলায় ব্যবহৃত অস্ত্র ফেলে যায়।
ঘটনার খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যায়। এ বিষয়ে নওগাঁ সদর বোয়ালিয়া ইউনিয়ন বিএনপির সদস্য মাহবুব হাসান জানান, আহতরা সবাই বোয়ালিয়া ইউনিয়ন বিএনপির নেতাকর্মী। হামলাকারীরা চিহ্নিত সন্ত্রাসী ও আওয়ামী লীগের ক্যাডার মোহাম্মদ আলী ২ সহযোগীকে নিয়ে হামলা চালিয়েছে।
এ বিষয়ে নওগাঁ জেলার  পুলিশ সুপার কুতুব উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান।  হামলার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে সন্ত্রাসীদের ফেলে যাওয়া শটগান ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করার আশ্বাস দেন তিনি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com