• শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০২:৫০
সর্বশেষ :
দেবহাটার ভূমিহীন জনপদ খলিশাখালীতে বিট পুলিশিং সমাবেশে অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান তালায় হাবিবের পক্ষে যুবদল–স্বেচ্ছাসেবক দল–ছাত্রদলের লিফলেট বিতরণ নারায়ণগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‍্যালি ও ফ্রী মেডিকেল ক্যাম্প দেশের উন্নয়ন ও সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য দাঁড়িপাল্লায় ভোট দিন- এম বি বাকের  নারায়ণগঞ্জে বেসরকারি হাসপাতাল মালিকদের নিয়ে মতবিনিময় সভা পদ্মা সেতুর সামনে এক্সপ্রেসওয়েতে ট্রাকে আগুন, আটক ২ শ্যামনগরে জলবায়ু ন্যায্যতার দাবিতে যুব ধর্মঘট অনুষ্ঠিত শ্যামনগরে ড. মোঃ মনিরুজ্জামানের লিফলেট বিতরণ ও গণসংযোগ ইছামতী নদীর ভেড়িবাধে ভাঙ্গন পরিদর্শনে উপ-সচিব ও পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা না.গঞ্জে গ্রাম আদালত বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ ও মূল্যায়ন বিষয়ক প্রশিক্ষণ

নিরাপদ সড়কের জন্য দুই রাজনৈতিক নেতার প্রতিশ্রুতি নিলেন ইলিয়াস কাঞ্চন

ইমদাদুল হক, পাইকগাছা প্রতিনিধি / ১৪৬ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
Oplus_0

পাইকগাছার কপিলমুনিতে ইলিয়াস কাঞ্চন যুদ্ধের চেয়ে ও প্রতিদিন বেশি মৃত্যু হচ্ছে সড়ক দুর্ঘটনায়..

সড়ক দুর্ঘটনা রোধে নিরাপদ সড়ক নিশ্চিত করতে কাজ করবেন দুই দলের দুই নেতার কাছ থেকে এমন রাজনৈতিক প্রতিশ্রুতি নিলেন নিরাপদ সড়ক চাই নিসচা চেয়ারম্যান চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন। নিসচা চেয়ারম্যান মঙ্গলবার সকালে খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে আয়োজিত সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ এবং উপজেলা বিএনপির সভাপতি ডাঃ মোঃ আব্দুল মজিদ এর কাছ থেকে এমন প্রতিশ্রুতি নেন।

 

সড়ক দুর্ঘটনা রোধ কল্পে নিরাপদ সড়ক চাই পাইকগাছা উপজেলা শাখা ছাত্র শিক্ষক ও সূধী সমাবেশের আয়োজন করে। সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় ইলিয়াস কাঞ্চন বলেন না জানা এবং না মানার কারণে সড়ক দুর্ঘটনা বেড়েই চলেছে। প্রতিদিন সড়কে ৩০ থেকে ৩৫ জনের মৃত্যু হচ্ছে এর চেয়ে ভয়ংকর আর কিছু হতে পারে না।

 

তিনি বলেন প্রতিদিন সড়কে যে হারে মৃত্যু হয়, কোন যুদ্ধে এত মানুষ নিহত হয় না। সড়ক দুর্ঘটনা যুদ্ধের চেয়ে ও ভয়াবহ উল্লেখ করে তিনি আরো বলেন সবচেয়ে বেশি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে এবং হেলমেট ব্যবহার না করার কারণে মৃত্যু হার ও বাড়ছে। অতিরিক্ত যানবাহনের কারণে সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে উল্লেখ করে তিনি বলেন ঝুঁকি কমাতে হলে সচেতনতার কোন বিকল্প নাই। তিনি সড়ক আইনের যথাযথ প্রয়োগ এবং আইন মেনে সড়কে চলাচলের উপর গুরুত্বারোপ করেন।

 

নিসচা উপজেলা সভাপতি এইচএম শফিউল ইসলামের সভাপতিত্বে ও সিনিয়র সহ সভাপতি সাংবাদিক মোঃ আব্দুল আজিজ এবং সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সভাপতি ডাঃ মোঃ আব্দুল মজিদ, নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির মহাসচিব এসএম আজাদ হোসাইন, ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ, অর্থ সম্পাদক আনোয়ার হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক কাইয়ুম হোসেন, কার্যকরী সদস্য শফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন ডাবলু ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল।

 

বক্তব্য রাখেন নিসচা উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com