• বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:৩৭
সর্বশেষ :
তালায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জ রি মানা ডুমুরিয়ায় চিংড়িতে অপদ্রব্য অনুপ্রবেশ বিরোধী জনসচেতনতামূলক সভা বিশ্ব কীটনাশক মুক্ত দিবস উপলক্ষ্যে শ্যামনগরে মানববন্ধন তালায় পাঁচ মাস পর ক ব র থেকে এক নারীর লা শ উত্তোলন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের জরুরী বর্ধিত সভায় গঠনতন্ত্র বিষয়ে আলোচনা  চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়া প্রধান শিক্ষকরের বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে সাতক্ষীরায় ৭০ পরিবারের যাতায়াতের রাস্তা বন্ধের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে পাটকেলঘাটায় ধান চাউল সংগ্রহের উদ্বোধন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার নকিপুর বাজার পরিদর্শন  তালার তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আ ট ক

নেকব্যান্ড এক চার্জে ৪০ ঘণ্টা ব্যবহার করা যাবে

প্রতিনিধি: / ১৭২ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪

আইটি: জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড ফায়ার বোল্ড নিয়ে এলো নতুন একটি নেকব্যান্ড। নাম ফায়ার ব্যান্ড নোভা। নেকব্যান্ডটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে, এটি দৌড়ানো বা ওয়ার্কআউটের সময় কোনো সমস্যা ছাড়াই ব্যবহার করা যাবে। এ ছাড়া থাকছে আরও নতুন নতুন ফিচার। যা নেকব্যান্ডটি ব্যবহার আরও মজার করবে। ফায়ার-বোল্ট ফায়ার ব্যান্ড নোভাতে, এটির ১৪.২ মিমি ড্রাইভার রয়েছে। এতে ম্যাগনেটিক ইয়ারবাড রয়েছে। কলগুলোতে আরও ভালো মানের জন্য এটিতে একটি পরিবেশগত শব্দ বাতিল করার বৈশিষ্ট্য রয়েছে। নেকব্যান্ডটিতে ভয়েস অ্যাসিস্টেন্ট, মাল্টি-পয়েন্ট কানেকটিভিটি এবং ভলিউম, মিউজিক, কল ইত্যাদি কন্ট্রোল ফিচার রয়েছে। এটি ডুয়াল পেয়ারিং ফিচার ব্যবহার করা হয়েছে, যাতে এটি একই সঙ্গে দুটি ডিভাইসে পেয়ার করা যায়। কানেকশনের জন্য এতে বøুটুথ ৫.৩ ব্যবহার করে। এতে চার্জ করার জন্য ইউএসবি টাইপ সি পোর্ট রয়েছে। সংস্থার দাবি, একবার চার্জে ফায়ার ব্যান্ড নোভা নেকব্যান্ডটি ৪০ ঘণ্টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন। মাত্র ১০ মিনিটের চার্জে ১০০ মিনিট প্লেব্যাক সময় দিতে পারে। তবে তা নির্ভর করবে ব্যবহারের উপর। এতে ওচঢ৫ রেটিং রয়েছে, যা নেকব্যান্ডটিকে পানি থেকে রক্ষা করবে।

 


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com