• বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫৩
সর্বশেষ :
God Mode pour Windows 10 ➤ Accédez facilement à tous les réglages Bluetooth Driver for Windows 10 ➤ Téléchargez et Installez Facilement সরকারি জমি দখল করে আওয়ামী লীগ নেতা রফিক খানের মার্কেট নির্মান; দ্রুত উচ্ছেদের দাবী আশাশুনিতে হ ত্যা মামলার আসামী ডাবলুসহ তার বাহিনীকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন  বগুড়ায় সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা খুলনায় গ্রান্ট উইন্ডোর গবেষণা কার্যক্রমের অগ্রগতি বিষয়ক মতবিনিময় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খু ন সন্দেহে একজনকে পিটিয়ে হ ত্যা নওগাঁ মান্দায় কৃষক হ ত্যা’র দায়ে ২৬জনের যাবজ্জীবন কা রা দ ন্ড দুঃশাসনের কবল থেকে দেশ ও জাতি মুক্ত হয়েছে : সাবেক সংসদ মোশারফ হোসেন বৃহত্তর বগুড়া সমিতির আহ্বায়ক মুকুল, সদস্য সচিব টিটু

নেতানিয়াহুর বিরুদ্ধে গণবিক্ষোভ

প্রতিনিধি: / ৬২ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৭ এপ্রিল, ২০২৪

বিদেশ : গাজায় হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধের ছয় মাসের মাথায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গত শনিবার হাজার হাজার ইসরায়েলি নাগরিক প্রতিবাদ বিক্ষোভে অংশ নিয়েছে। আয়োজকরা জানিয়েছে প্রায় এক লাখ মানুষ তেল আবিবের চৌরাস্তায় যাকে ‘গণতন্ত্র চত্বর’ হিসেবে নামকরণ করা হয়েছে সেখানে মিলিত হয়। বিচার বিভাগের পরিবর্তনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে জনতা এখানে গত বছর থেকে অবস্থান কর্মসূচি পালন করে আসছে। যুদ্ধের সপ্তম মাসে পদার্পনের দিনে বিক্ষোভকারীরা এ সময় ‘এখনি নির্বাচন দাও’ শ্লোগান দেয় ও নেতানিয়াহুর পদত্যাগ দাবি করে। খবর এএফপির। ইসরায়েলের অন্যান্য শহরগুলোতেও জনসমাবেশ অনুষ্ঠিত হয়। দেশটির বিরোধী দলের নেতা ইয়াইর লাপিদ আলোচনার জন্য ওয়াশিংটন যাওয়ার আগে কাফার সাবা শহরের সমাবেশে যোগ দেন। সমাবেশে সরকারকে লক্ষ্য করে লাপিদ বলেন, ‘তারা কোনো শিক্ষা নেয় না, তারা বদলায়নি। আমরা যতক্ষণ না তাদের বাড়িতে পাঠাচ্ছি তারা এ দেশকে সামনে এগোতে দেবে না।’ এদিকে তেল আবিব শহরে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে জনতা। এ সময় একজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়। পরে প্রতিবাদকারীদের সঙ্গে যোগ দেয় গাজায় অপহৃত লোকজনের আত্মীয়স্বজনেরা। এর আগে ইসরায়েলি সেনাবাহিনী এক ঘোষণায় জানায়, গত বছরের ৭ অক্টোবর জিম্মি হওয়া এক ইসরায়েলি নাগরিকের মরদেহ উদ্ধার করেছে তারা। গাজা উপত্যকায় বন্দি থাকা অবস্থায় তাকে হত্যা করা হয় বলে জানায় সেনাবাহিনী। এ নিয়ে ১২ জন পণবন্দির মৃতদেহ উদ্ধারের দাবি করা হলো। গত বছর অক্টোবর চালানো হামাসের হামলায় এক হাজার ১৭০ জন ইসরায়েলি নিহত হয়। এ ছাড়া সে সময় হামাসের সদস্যরা ২৫০ জন ইসরায়েলিকে পণবন্দি হিসেবে গাজায় নিয়ে আসে। এদের মধ্যে ১২৯ জন এখনো গাজায় বন্দি অবস্থায় রয়েছে বলে দাবি করে আসছে ইসরায়েল। এদিকে, এর পাল্টা প্রতিশোধমূলক হামলায় ইসরায়েলের অবিরাম বিমান হামলা ও সেনা অভিযানে ৩৩ হাজার ১৩৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছে যাদের বেশিরভাগই নিরীহ শিশু ও নারী।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com