পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তালা ভেঙ্গে দুধর্ষ চুরি সংঘটিত হয়েছে। শুক্রবার গভীর রাতে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে। এব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে। অভিযোগে জানা যায়, উপজেলার হাউলী গ্রামে ৭৬ নং কে এইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসসহ ৪টি শ্রেণী কক্ষের ৬ টি তালা ভাংচুর করে অফিসের আসবাবপত্র, কাগজপত্র তছনছ, ২০ টি সিলিং ফ্যান, ৭টি তোয়ালে সহ প্রায় পঁচাত্তর হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায় । বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান ঘটনাটি স্বীকার করে বলেন আমরা এব্যাপারে থানায় অভিযোগ করেছি। থানার অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি দ্রুত জড়িতদের গ্রেপ্তার করে ব্যবস্থা নেয়া হবে।
https://www.kaabait.com