• শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০২:৫৩
সর্বশেষ :
পাইকগাছয় প্রায় সাড়ে চার লাখ মানুষের সেবা দিচ্ছেন মাত্র ৪জন চিকিৎসক সরিষার ভালো ফলনের সম্ভাবনা ডুমুরিয়ায় নগরঘাটায় দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাড়াদান কার্যক্রম বিষয়ক কর্মশালা আশাশুনিতে বার্ষিক পুষ্টি কর্ম পরিকল্পনা বিষয়ক দিনব্যাপী কর্মশালা কুমিরায় রাস্তার উপর থেকে সরকারী গাছ কাটার সময় আটক ১, ভ্রাম্যমান আাদালতে মামলা শ্যামনগর ঠিকাদার কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে ৭টি পদে মনোনয়ন ফরম তুললেন যারা  ডুমুরিয়ায় খেলাপি ঋণ আদায় ও বিতরণ বিষয়ক মতবিনিময় মণিরামপুরে বিরাট রাজার ধনপোতা ঢিবির দ্বিতীয় পর্যায়ে খননের উদ্বোধন আশাশুনির চাপড়ায় মূল নদীর উপর দিয়ে নদী খননের দাবীতে মানববন্ধন ১০দিনের ব্যবধানে একই ঘেরে বিদ্যুৎ স্পৃষ্টে ২পাহারাদারের মৃত্যু

পাইকগাছায় ক্ষেতে ছাগল যাওয়া কে কেন্দ্র করে ঘেরা বেড়ায় অগ্নিসংযোগ ও চারা উপড়ে ফেলার অভিযোগ 

প্রতিনিধি: / ১৪৯ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় তরমুজ ক্ষেতে ছাগল যাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষরা ক্ষেত মালিকের তরমুজের চারা উপড়ে ফেলে দেওয়া ও সীমানা ঘেরা বেড়া দেওয়ার জাল,খুটি,পানির পাইপসহ ক্ষেতে কাজ করার সরঞ্জাম আগুনে পুড়িয়ে দেওয়া এবং চাষ করতে রাখা একটি পাওয়ার টিলার,সার,তেল,স্প্রে মেশিন নিয়ে যাওয়ার  ঘটনা ঘটেছে। উপজেলার  সীমান্তবর্তী দক্ষিণ বাইনবাড়িয়া এলাকায় রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ওই দিন রাতেই বাইনবাড়িয়া ফাঁড়ি পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে।
সোমবার সকালে সরেজমিনে গেলে ওই এলাকার স্থানীয়রা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। ক্ষতিগ্রস্ত ক্ষেত মালিক উপজেলার সীমান্তবর্তী কয়রা উপজেলার চান্নিরচক গ্রামের মৃত্যু গোষ্ট মন্ডলের ছেলে অজয় মন্ডল বলেন,আমার বাড়ীর পার্শবর্তী পাইকগাছা উপজেলার দক্ষিণ বাইনবাড়িয়া এলাকায় ২২ বিঘা জমি লিজ নিয়ে আমি তরমুজের চাষ করেছি। যে চারার বর্তমান বয়স ১৫/১৬ দিন। ঘটনার দিন রোববার বিকালে দক্ষিণ বাইনবাড়িয়া গ্রামের মৃত্যু তারাপদ মন্ডলের ছেলে জবতোষ মন্ডলের একটি ছাগল আমার ক্ষেতে প্রবেশ করে তরমুজের চারা খেতে থাকে তখন আমার ছেলে সৌরভ মন্ডল ২/৩ বার তাড়িয়ে দেয়। পরে আবার আসলে ছাগল তাড়া দিলে পানিতে পড়ে যায়। এ ঘটনায় জবতোষ মন্ডল আমার ছেলে সৌরভ কে মারপিট করে। এ কথা আমি জবতোষের কাছে জানতে চাইলে আমাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এ ঘটনার পর সন্ধ্যায় গড়ইখালী ইউনিয়নের ইউ পি সদস্য অচিন্ত্যর কাছে মিমাংসার কথা বলা হলে তিনি দু পক্ষকে ডাকেন এবং মিমাংসার চেষ্টা করেন। এমতবস্থায় জবতোষ মন্ডলের নেতৃত্বে দক্ষিণ বাইনবাড়িয়া এলাকার মৃত্যু তপন মন্ডলের ছেলে জয়ন্ত মন্ডল,মৃত্যু ভোলা নাথ মন্ডলের ছেলে বিপুল মন্ডল, চিন্ময় মন্ডল, তরুন সানা,সঞ্জয় মন্ডলসহ ৩০/৩৫ জন লোক আমার ক্ষেতে যেয়ে, ক্ষেতের ঘেরা-বেড়া দেওয়া খুটি,কটের জাল সেচ পাইপ ভাংচুর করে আগুন লাগিয়ে দেয় ও তরমুজের চারা উপড়ে ফেলে দিয়ে নষ্ট করে। এ ছাড়া আমার ক্ষেতের বাসায় রাখা চাষাবাদের জন্য একটি পাওয়ার টিলার, ১০ বস্তা সার,দুটি স্প্রেমেশিন কাজের সরঞ্জামদি লুট করে নিয়ে যায়। এতে আমার প্রায় ৫/৬ লক্ষ টাকার ক্ষতি  সাধিত হয়েছে। চান্নির চক এলাকার সাবেক ইউপি সদস্য অমলেন্দু সানা বলেন,আমি ঘটনাস্থলে গিয়েছিলাম, ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে  ফসলের ক্ষতি ও মালামাল নিয়ে যাওয়া ওদের ঠিক হয়নি এটা দুঃখজনক ঘটনা।
 দক্ষিণ বাইনবাড়িয়া এলাকার ইউপি সদস্য অচিন্ত সরদার বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। অজয় মন্ডলের ছেলে সৌরভ মন্ডল জবতোষের মেরে নাক ফাটিয়ে দিয়েছে, এ জন্য জবতোষের লোকজন রাগ করে অজয় মন্ডলের ক্ষেতের কিছু জাল বেড়া তুলে ফেলেছিল এ কথা সত্য কিন্ত আগুন কে বা কাহারা দিয়েছে সে কথা আমি জানি না। পাওয়ার টিলার ও স্প্রেমেশিন নিয়ে গেছে ও গুলো পুলিশ ক্যাম্পে দিয়ে আসতে বলেছি এবং উভয় পক্ষকে ডেকে একটা সমাধান করে দেওয়ার চেষ্টা করছি।
 বাইনবাড়িয়া পুলিশ ফাড়ি ইনচার্জ ফরহাদ হোসেন বলেন, খবর পেয়ে ওই রাতেই আমি ঘটনাস্থলে গিয়েছিলাম, কিছু জাল খুটি পুড়িয়ে দিয়েছে, দু ইউপি সদস্যদের উপর দায়িত্ব দিয়েছি,ক্ষেতের ঘেরা বেড়া দিয়ে দেওয়ার জন্য। আর যারা মালামাল নিয়ে গেছে সব কিছু ক্যাম্পে নিয়ে আসতে বলেছি। আনলে ওদের সরঞ্জামদি বুঝিয়ে দেওয়া হবে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com