পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি: পাইকগাছার লস্করে বারুনমারী ও ভেটকা খালের পুনঃ খনন কাজের উদ্বোধন করেছেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান। তিনি শুক্রবার বিকেলে প্রধান অতিথি হিসেবে ফিতা ও মাটি কেটে জনগুরুত্বপূর্ণ ৩ কিঃ মিটার এ খালের খনন কাজের উদ্বোধন করেন। নেদারল্যান্ডস দুতাবাসের আর্থিক সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা সলিডারিডড নেটওযার্ক এশিয়া ও উত্তরণ সফল ফর ইনটি্গ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় এ খাল খনন করা হচ্ছে। লস্কর চৌকিদার মোড় বাজারে খাল খনন কমিটির সভাপতি আজিজুর রহমান গাজীর সভাপতিত্বে ও প্রভাষক আঃ ওহাব বাবলুর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার সিনিয়র প্রকল্প কর্মকর্তা কৃষিবিদ ড,এসএম ফেরদৌস, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অসীম কুমার দাশ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, জেলা আওয়ামী লীগ নেতা খায়রুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান তুহিন, আঃ মান্নান গাজী, শাহজাদা মোঃ আবু ইলিয়াস। এ সময় আরোও উপস্থিত ছিলেন সাবেক ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, আওয়ামী লীগ নেতা বিভুতী ভূষন সানা,বিজন বিহারি সরকার,স্নেহেন্দু বিকাশ, আঃ কুদ্দুস সানা,উত্তরনের প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ মোঃ ইকবাল হোসেন, প্রজেক্ট অফিসার ধীমান গাইন,উত্তরন কর্মকর্তা নাজমুল বাসার, দিবাকর দে,জুয়েল পারভেজ, শরিফুল ইসলাম, তানভির,মনিরুল ইসলাম,আলহাজ্ব বজলুর রহমান, রেজাউল করিম,ইউপি সদস্য মোফাজ্জল হোসেন, আবুল কালাম আজাদ, আরবিন্দ মন্ডল, শেখর ঢালী,নাছিমা বেগম,ময়না বেগম,জেলা ছাত্রলীগ নেতা মৃনাল কান্তি বাছাড়,উপজেলা কমিটির সভাপতি পার্থ প্রতিম চক্রবর্তীসহ অনেকে।