• বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৪
সর্বশেষ :
God Mode pour Windows 10 ➤ Accédez facilement à tous les réglages Bluetooth Driver for Windows 10 ➤ Téléchargez et Installez Facilement সরকারি জমি দখল করে আওয়ামী লীগ নেতা রফিক খানের মার্কেট নির্মান; দ্রুত উচ্ছেদের দাবী আশাশুনিতে হ ত্যা মামলার আসামী ডাবলুসহ তার বাহিনীকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন  বগুড়ায় সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা খুলনায় গ্রান্ট উইন্ডোর গবেষণা কার্যক্রমের অগ্রগতি বিষয়ক মতবিনিময় বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খু ন সন্দেহে একজনকে পিটিয়ে হ ত্যা নওগাঁ মান্দায় কৃষক হ ত্যা’র দায়ে ২৬জনের যাবজ্জীবন কা রা দ ন্ড দুঃশাসনের কবল থেকে দেশ ও জাতি মুক্ত হয়েছে : সাবেক সংসদ মোশারফ হোসেন বৃহত্তর বগুড়া সমিতির আহ্বায়ক মুকুল, সদস্য সচিব টিটু

পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে ১৮ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

ইমদাদুল হক, পাইকগাছা, খুলনা প্রতিনিধি  / ৬৬ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৩ মে, ২০২৪
উপজেলা নির্বাচন

৬ষ্ঠ পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চূড়ান্ত ১৮ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার সকালে রিটার্নিং কর্মকর্তা খুলনার কার্যালয়ে প্রতিদ্বন্দ্বি প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন সহ মোট ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।
চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু (মোটর সাইকেল), যুগ্ম—সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস (চিংড়ি মাছ), সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল (আনারস), উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এ্যাডঃ শেখ আবুল কালাম আজাদ (দোয়াত কলম), সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলীর পুত্র এ্যাডঃ স ম শিবলী নোমানী রানা (কাপ পিরিচ) ও মোঃ আছাদুল বিশ্বাস( হেলিকপ্টার) ।
ভাইস চেয়ারম্যান প্রার্থীর মধ্যে, বর্তমান ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু (তালা), প্রভাষক বজলুর রহমান (টিয়া পাখি), যুবলীগ নেতা সুকুমার চন্দ্র ঢালী (উড়োজাহাজ), স্বেচ্ছাসেবকলীগ নেতা সিরাজুল ইসলাম (মাইক), ফরহাদ হোসেন ফয়সাল (টিউবওয়েল), এসএম হাবিবুর রহমান (চশমা), মিলন মোহন মন্ডল( আইসক্রিম)  ও কৌতুক অভিনেতা বাবুল শরীফ (বই)।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ প্রার্থী হলেন, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী (পদ্ম ফুল), প্রধান শিক্ষক অনিতা রানী মন্ডল (ফুটবল), উপজেলা যুব মহিলা লীগের ময়না বেগম (হাঁস) ও ইয়াসমিন বুশরা (কলস)। প্রতীক পাওয়ার পর প্রার্থীরা এলাকায় গণসংযোগ সহ প্রচার প্রচারণা শুরু করেছেন।
 উল্লেখ্য, নির্বাচন কমিশনের তফসীল অনুযায়ী আগামী ২৯ মে অত্র উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com