সাতক্ষীরার পাটকেলঘাটায় চার বোতল ভারতীয় মদ সহ বিশ্বজিৎ কুমার দাস(৪৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় তাকে সাতক্ষীরা খুলনা মহাসড়কের ভৈরব নগর এলাকা থেকে আটক করা হয়। আটক হওয়া বিশ্বজিৎ দাস কলারোয়া উপজেলার ভাদিয়ালি গ্রামের মৃত তারাপদ দাসের ছেলে।
থানা পুলিশ জানায়, মাদক বিক্রির উদ্দেশ্যে ভৈরবনগর এলাকায় একজন অবস্থান করছে এমন খবর পেয়ে থানা পুলিশের একটি টিম সেখানে অভিযান চালায়। ওই সময় চার বোতল ভারতীয় মদসহ বিশ্বাজিৎ দাসকে আটক করা হয়।