
সাতক্ষীরার পাটকেলঘাটা আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে বৈষম্য বিরােধী আদালনে শহীদ ও আহতদের স্মরণে স্মরণ সভা এবং জুলাই গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান বৃহস্পতিবার বেলা ১টায় অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলুর রহমান মল্লিক। সভায় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক জয়নুল আবেদীন , সিনিয়র শিক্ষক মুজিবর রহমান, আব্দুল মান্নান, মোজাফফর রহমান, নুরুন নাহার।
সহকারী শিক্ষক আনন্দ কুমার পাল,কালিদাস ঘোষ, সদানন্দ ঘোষ, প্রবীর সরকার,খান মনিরুজ্জামান, রীতা প্রমুখ। নতুন বাংলাদেশ নির্মাণে সকলকে এগিয়ে আসতে হবে। জুলাই-আগষ্টে আহতদের সুচিকিৎসা দাবী ও নিহতদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।