সাতক্ষীরার পাটকেলঘাটা থানা পুলিশের অভিযানে দস্যুতা মামলার ২ আসামী আটক করা হয়েছে। আটক আসামীরা থানা এলাকার নগরঘাটা ইউনিয়নের চকারকান্দা গ্রামের জেহের আলী মোল্লার বড় ছেলে মোঃ আশরাফ মোল্লা ওরফে আশারত (২৫) ও মোঃ বাশারাত মোল্লা (১৯)।
জানা যায়, মঙ্গলবার (১২নভেম্বর) পাটকেলঘাটা বাজার থেকে ত্রিশমাইলে পন্য নিয়ে যাওয়ার কথা বলে ভারসা গ্রামের ভ্যান ভাড়া করে। পথিমধ্যে ভ্যানচালককে নির্জনে ডেকে নিয়ে পূর্ব শত্রুতার জেরে কাছে থাকা হাতুড়ি দিয়ে হত্যার উদ্দেশ্যে জখম করে পালানোর সময় স্থানীয় জনতা তাদের আটক করে থানা পুলিশকে অবহিত করে।
আটকের বিষয় নিশ্চিত করে পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ মোঃ মাইনউদ্দিন জানান, আসামীদেরকে পাটকেলঘাটা থানার মামলা নং-০৩, তারিখ- ১২/১১/২৪ খ্রিঃ, ধারা- ৩৯৪/৪১১ পেনাল কোড মূলে গ্রেফতার করা হয়েছে এবং বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
https://www.kaabait.com