• রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০২:১২
সর্বশেষ :
ডুমুরিয়ায় ধুন্দল চাষে ভালো ফলনে কৃষকের মুখে হাসি মহম্মদপুরে শিক্ষক প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত নগরঘাটায় অসুস্থ ব্যক্তির খোজ-খবর নিলেন ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা জাতীয় নাগরিক পাটি সকল চাঁ দা বাজদের রুখে দেবে : নাহিদ ইসলাম ডুমুরিয়ায় মোহাম্মদ আলি আসগার লবি স্লূইচ গেট পরিদর্শন করলেন কোনো দূর্নীতি-চাঁ দা বাজের রক্ষা হবে না, মহম্মদপুরে- নিতাই রায় চৌধুরী  অসহায়দের মাঝে ভ্যান ও টিনসহ অনুদান প্রদান করলেন সাতক্ষীরা জেলা প্রশাসক ব্যবসায়ীকে প্রকাশ্যে পাথর মে রে হ ত্যা : গ্রেপ্তার ৪ সততা ও নিষ্ঠার সাথে থানা এলাকার আইন শৃঙ্খলা বজায় রাখতে আমি সর্বদা স্বচেষ্ট-ওসি হাফিজুর রহমান সাতক্ষীরায় দায়িত্বরত অবস্থায় এসআই’র মৃ ত্যু

পিএসজি কোচের বার্সাকে নিয়ে এখনই ভাবতে মানা

প্রতিনিধি: / ১৪৫ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৬ এপ্রিল, ২০২৪

স্পোর্টস: লিগ আঁ শিরোপা ধরে রাখার পথেই আছে পিএসজি। পরের ম্যাচে তাদের প্রতিপক্ষ পয়েন্ট টেবিলের তলানির দল ক্লেহমোঁ। এরপরই চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বিপক্ষে দিতে হবে কঠিন পরীক্ষা। তবে, আপাতত ‘অত দূরের’ লড়াই নিয়ে ভাবতে চান না পিএসজি কোচ লুইস এনরিকে। দ্বিতীয় স্থানে থাকা ব্রেস্তের চেয়ে ১২ পয়েন্টে এগিয়ে ফরাসি লিগের শীর্ষে আছে পিএসজি। লিগের বাকি আর সাত রাউন্ড। ঘরের মাঠে শনিবার ক্লেহমোঁর মুখোমুখি হবে তারা। এখানেই আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে বার্সেলোনার বিপক্ষে খেলবেন কিলিয়ান এমবাপে, জানলুইজি দোন্নারুম্মারা। শুক্রবার সংবাদ সম্মেলনে এনরিকে বললেন, তাদের সব মনোযোগ এখন ক্লেহমোঁ ম্যাচ ঘিরে। “সামনে আমাদের কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ আছে, কিন্তু (আপাতত) সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ আজ রোববার। আমরা এখনও লিগ আঁ জিতে যাইনি, বাকি সাত ম্যাচের তিনটিতে আমাদের জিততে হবে।” “আমাদের যথেষ্ট অনুপ্রেরণা আছে। এই মৌসুমে আমরা সবকিছু জয়ের জন্য ভালো অবস্থানে আছি। আমি চাই না, কোনো খেলোয়াড় এখনই বার্সেলোনাকে নিয়ে ভাবুক।” গত বুধবার স্তাদ রেনেকে ১-০ গোলে হারিয়ে ফরাসি কাপের ফাইনালে পা রাখে পিএসজি। একমাত্র গোলটি করেন এমবাপে। চলতি মৌসুমে এখন পর্যন্ত ৩৯ ম্যাচে ৩৯ গোল করা ফরাসি ফরোয়ার্ডের মৌসুম শেষে ক্লাব ছাড়া একরকম নিশ্চিত। তাকে নিয়ে বারবার প্রশ্নে স¤প্রতি বিরক্তি প্রকাশ করেন এনরিকে। শুক্রবারের সংবাদ সম্মেলনে এমবাপেকে নিয়ে প্রশ্ন করা হয় স্রেফ একটি। এনরিকের কাছে জানতে চাওয়া হয়, ২৫ বছর বয়সী এই তারকা বর্তমানে বিশ্বের সেরা ফুটবলার কি-না। সাবেক বার্সেলোনা কোচ উত্তর দেন ছোট্ট করে। “আমার মনে হয়, আপনারা যদি ওর পরিসংখ্যান দেখেন, তাহলে নিজেরাই সকল প্রশ্নের উত্তর দিতে পারবেন।”


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com