• বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ১০:০৬
সর্বশেষ :
মনিরামপুরে ব্যবসায়ী রানা প্রতাপ হ*ত্যাকান্ডে বান্ধবী ঝুমুর পুলিশ হেফাজতে সাতক্ষীরার দেবহাটায় তীব্র শীতে ব্যাহত জীবন যাত্রা সাতক্ষীরা পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েলের আশাশুনি থানা পরিদর্শন আগামীকাল সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসতে পারে ৬ ডিগ্রি সেলসিয়াসে পৌষের শেষভাগে হিমেল হাওয়ার কনকনে ঠান্ডায় জবুথবু জনজীবন সুন্দরবন থেকে লোকালয়ে আসা হরিণ অবমুক্ত করল বন বিভাগ দেবহাটায় পুলিশের অভিযানে ঢাকা থেকে অপহরণকৃত যুবক উদ্ধার, পিতা–পুত্রসহ গ্রেপ্তার ৩ যশোরে এবার এক যুবককে মাথায় গু*লি করে হ*ত্যা চিকিৎসা নিতে পারছেন না ওবায়দুল কাদের, বাড়িতে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত পরিবারের সাতক্ষীরার যুগিপোতায় মৎস্য ঘেরে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার ক্ষতি

প্রতিপক্ষদের নির্যা তন থেকে পরিত্রান পেতে সংবাদ সম্মেলন 

এস এম মিজানুর রহমান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ২৪২ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
নির্যাতন থেকে পরিত্রান পেতে  সংবাদ সম্মেলন 

প্রতিপক্ষদের নির্যাতনের হাত থেকে পরিত্রান পেতে শ্যামনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।বুধবার ৩১ জুলাই প্রেসক্লাব হল রুমে লিখিত বক্তব্য পাঠ করেন মুন্সীগঞ্জ ইউনিয়নের পূর্ব কালিনগর সাধন মন্ডল স্ত্রী করুনা রানী মন্ডল।
লিখিত বক্তব্যে বলেন মুন্সীগঞ্জ ইউনিয়নের ৪নং ওয়ার্ড পূর্ব কালিনগর  জে,এল ৮১ নং মুন্সীগঞ্জ মৌজায় এস.এ ৩৬৩ নং খতিয়ানে ৩০৩২, ৩০৪০, ৩০৪১, ৩০৩৭, ৩০৩৯ নং দাগে ২.০৬ একর জমি আমার স্বামী সাধন মন্ডল পৈত্রিক উত্তরাধিকারী ওয়ারেশ সূত্রে প্রাপ্ত হওয়ায় সেখানে পুকুরে মৎস্য চাষাবাদ এবং বসত ভিটায় পরিবার পরিজন নিয়ে দীর্ঘদিন যাবৎ ভোগদখল করে আসিতেছে। উক্ত বসত বাড়ি সংলগ্ন মিষ্টি পানির পুকুর স্থানীয় পাড়া প্রতিবেশী রান্না ও খাওয়ার কাজে ব্যবহৃত করে থাকে। তাহা ছাড়া পুকুরের উৎপাদিত মাছ বিক্রি করে ঐ পুকুরটি সংরক্ষণ করা হয়।
আমার পাশ্ববর্তী প্রতিবেশী অজিত মন্ডলের ছেলে শ্রী অসিম মন্ডল দিং সহ আরো ৫ জন ব্যক্তি ঐ সম্পত্তি জবর দখলের চেষ্টা করলে আমার স্বামী সাধন চন্দ্র মন্ডল দিং, বাদী হয়ে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত, সাতক্ষীরা বরাবর ফৌঃকাঃ বিঃ ১৪৫ ধারা মতে পিটিশন- ১৫০১/২৪ (শ্যাম) নং মামলা রুজু করে।
উক্ত মামলাটি শান্তিশৃঙ্খলা রক্ষার্থে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ বরাবর এবং জমির দখল বিষয়ে তদন্ত করে রিপোর্ট দিবেন মর্মে সহকারী কমিশনার (ভূমি) বরাবর বিজ্ঞ আদালত নির্দেশনা প্রদান করে। বিজ্ঞ আদালতে মামলার বিষয়ে আমার প্রতিপক্ষ অসিম মন্ডল দিং জানতে পেরে ৩১ জুলাই বুধবার রাত্র আনুমানিক ৩ ঘটিকায় সময় অসিম মন্ডলের নেতৃত্বে ভগবান মন্ডলের ছেলে প্রশান্ত মন্ডল অজীত মন্ডলের ছেলে অসীম মন্ডল রাম প্রসাদ মন্ডল মৃত অমিও মন্ডলের ছেলে তাপস মন্ডল জনাব সরদারের ছেলে আব্দুল আজিজ সরদার মৃত মনিন্দ্র নাথের ছেলে কাজল কান্তি সরদার রনজিৎ মন্ডলের ছেলে প্রকাশ মন্ডল বিশ্বজিৎ মন্ডল গোবিন্দ সরদারের ছেলে বিধান সরদার সহ অজ্ঞাত নামা ভাড়াটিয়া আরো ১০/১২ জন সহকারে বেড় জাল ও খেপলা জাল সহ মাছ ধরার সরঞ্জামাদি নিয়ে আমার স্বামীর প্রসেসিংকৃত পুকুরে প্রবেশ করে প্রায় আনুমানিক পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকার বিভিন্ন প্রজাতির মাছ ধরে নিয়ে নিয়েছে।
ঐ রাত্রে আমি সহ আমার স্বামী সাধন চন্দ্র মন্ডল, আমার ভাইজিদ্বয় তিন্তী মন্ডল অর্পিতা মন্ডল আমার মেয়ে রীতা মন্ডল তাদের অবৈধ মাছ ধরা কাজে বাধা দেওয়ায় তারা আমাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ সম্মানহানীকর কথাবার্তা বলে প্রাণ নাশের ভয়-ভীতি হুমকি ধামকি প্রদান করে। এসময় তাদের মধ্যে কতক ব্যক্তি দেশ ছাড়া করার হুমকি ও আস্ফালন করে। আমি সহ আমার পরিবার তাদের অত্যাচারে অতিষ্ট হয়ে পড়েছি। স্থানীয় ভাবে কোন বিচার না পাওয়ায় আপনাদের লিখুনির মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করানোর মাধ্যমে যাতে সমাজে শান্তিতে বসবাস করতে পারি তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার জন্য সংবাদ সম্মেলনের মাধ্যমে উদ্বোধন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com