• বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০২:৫৫
সর্বশেষ :
শ্যামনগরে জমির মালিকদের নামে মা মলা করার প্রতিবাদে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান নেট, পাটা, জাল অপসারণে উদ্যোগী দেবহাটার ইউএনও আসাদুজ্জামান দেবহাটায় জুলাই গনঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতি সভা শ্যামনগরে বজ্রপাতে একজন নি হ ত দেবহাটায় সাংবাদিক তারেকের উপর হামলায় রিপোর্টার্স ক্লাবের নিন্দা ও প্রতিবাদ আশাশুনি দাখিল মাদ্রাসাটি আলিম স্তরে উন্নীত হওয়ায় শুকরিয়া সমাবেশ পাইকগাছায় দিনভর টানা ভারীবৃষ্টিতে তলিয়ে গেছে হাজারো মৎস্য ঘের, পুকুর ও ফসলি জমি না.গঞ্জ বন্দরে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ডুমুরিয়ায়‌ বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শ্যামনগরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

প্রাকৃতিক উপায় চোখের নিচের কালো দাগ দূর করার

প্রতিনিধি: / ৩০৭ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪

লাইফস্টাইল: ঘরোয়া উপাদানে দূর হবে চোখের নিচের কালো দাগ। তবে হাতের কাছে পাওয়া যায় এমন কিছু উপাদান ব্যবহারে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। জেনে নিন কিভাবে ঘরোয়া উপাদানে চোখের নিচের কালো দাগ দূর করবেন-
টমেটো ও লেবুর প্যাক
টমেটোর রস চোখের নিচের কালো দাগ দূর করতে বেশ কার্যকরী ভ‚মিকা রাখে। এক টেবিল চামচ টমেটোর রসের সঙ্গে এক টেবিল চামচ লেবুর রস মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করতে হবে। তারপর চোখের যে অংশে কালো দাগ সে অংশে লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করতে হবে। তারপর ধুয়ে ফেলতে হবে।
আলুর রস
আলুতে রয়েছে ভিটামিন ‘সি’ ও এনজাইম, যা চোখের নিচের কালো দাগ দূর করার পাশাপাশি ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে। আস্ত আলু গ্রেট করে রস বের করে নিতে হবে। একটি কটন বলের সাহায্যে আলুর রস চোখের কালো অংশে লাগিয়ে ১০ মিনিটের মতো রেখে দিতে হবে। তারপর পানি দিয়ে চোখ ধুয়ে ফেলতে হবে। সবচেয়ে ভালো ফলাফল পেতে রাতে ঘুমানোর আগে এই প্যাক ব্যবহার করতে হবে।
আমÐ অয়েল
আমÐ অয়েলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ‘ই’, যা চোখের কালো দাগ দূর করে ত্বককে ভালো রাখে। রাতে ঘুমানোর আগে অল্প পরিমাণে আমÐ অয়েল নিয়ে চোখের নিচে আলতোভাবে ম্যাসাজ করে রেখে দিতে হবে। সকালে ধুয়ে ফেলতে হবে।
কমলার রস
কমলার রসের সঙ্গে কয়েক ফোঁটা গিøসারিন মিশিয়ে একটি পেস্ট তৈরি করতে হবে। তারপর এই মিশ্রণটি চোখের কালো অংশে লাগিয়ে ১০ মিনিটের মতো রেখে দিয়ে ধুয়ে ফেলতে হবে। কমলাতে থাকা ভিটামিন ‘সি’ ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করার পাশাপাশি কালো দাগ কমায়।
ঠাÐা দুধ
ঠাÐা দুধ চোখের কালো দাগ দূর করতে ভীষণ ভালো কাজ করে। একটি কটন প্যাডের সাহায্যে ঠাÐা দুধ চোখের কালো দাগের অংশে লাগিয়ে কিছুক্ষণ পর ধুয়ে ফেলতে হবে। এভাবে সপ্তাহে কয়েক বার লাগালে চোখের নিচের কালো দাগ কমে যাবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com