ফকিরহাট প্রতিনিধি : ফকিরহাটে উৎসবমূখর পরিবেশে ঐতিহ্যবাহী মানসা কালি মন্দিরে ৫১তম পুন: প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে আয়োজিত গ্রামীণ মেলায় হাজারো দর্শনার্থীর উপস্থিতি দেখা গেছে। দিনব্যাপি অনুষ্ঠান সূচির মধ্যে ছিল সকাল ৯টা থেকে পূজা আরম্ভ, ১০টায় শ্রী শ্রী চন্ডীপাঠ, দুপুর ১২টায় মাঙ্গলিক প্রার্থনা, দুপুর ২টায় প্রসাদ বিতরন করা হয়। এদিন সন্ধায় মঙ্গলারতি ও ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়।
এদিকে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। মন্দির কমিটির সভাপতি রবীন্দ্রনাথ হালদার বাটুলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক বাবলু কুমার আশেঁর পরিচালনায় এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম, বাগেরহাট জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিলয় কুমার ভদ্র, সাধারন সম্পাদক মধু সুদন দাম, সাংগঠনিক সম্পাদক সুমন দাশ, ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম ফকির, সরদার আমিনুর রশিদ মুক্তিসহ অন্যান্যরা।
https://www.kaabait.com