• বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৩:৩১
সর্বশেষ :
পাইকগাছায় কয়েকদিনের ভারী বর্ষণে নিন্মাঞ্চল প্লাবিত; ফসলের ক্ষতি; বেড়েছে জনদূর্ভোগ সাংবাদিক গাজী মোক্তার হোসেনের মৃত্যুতে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের গভীর শোক প্রকাশ নারায়ণগঞ্জে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের অবস্থান কর্মসূচি পালিত ভারী বৃষ্টিতে বিপাকে পাটকেলঘাটা এলাকার নিম্নআয়ের মানুষ আশাশুনি বাজার ও ওয়াপদার পাশে বসবাসকারীরা নদী ভাঙ্গনে উদ্বিগ্ন ভুয়া প্রেস বিজ্ঞপ্তি ছড়িয়ে তালার যুবদল নেতা মোমিনকে বহিষ্কারের গুজব প্রেমের টানে খুলনায় চীনা যুবক, নতুন জীবন শুরু অর্ধকোটি মানুষের স্বাস্থ্যসেবার কেন্দ্রবিন্দু ভরত চন্দ্র হাসপাতাল রক্ষায় মানববন্ধন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারন সভায় কমিটির পূর্নগঠন সাংবাদিকদের ওপর স ন্ত্রা সী হা ম লার ছয় দিন, প্রকাশ্যে ঘুরছেন আসামিরা

বক্তের কথা শুনে মুগ্ধ কার্তিক আরিয়ান

প্রতিনিধি: / ২১৬ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: পরিচালক লাভ রঞ্জনের ‘প্যায়ার কা পাঞ্চনামা’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন অভিনেতা কার্তিক আরিয়ান। দেখতে দেখতে ক্যারিয়ারের ১৩ বছর পার করে দিয়েছে এই অভিনেতা। এরইমধ্যে তৈরি হয়েছে কার্তিকের অসংখ্য ভক্ত ও অনুরাগী। পছন্দের তারকার সান্নিধ্য পেতে ভক্তরা নানান কান্ড করে বসেন। এবার কার্তিকের সঙ্গে দেখা করতে এক ভক্ত টানা নয়দিন সাইকেল চালিয়ে গ্রাম থেকে ১০০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে মুম্বাই এসেছেন। গত শনিবার কার্তিক আরিয়ানের বাড়ির সামনে এসে পৌঁছন তাঁর সেই ভক্ত। তিনি গত ৯ দিন ধরে সাইকেল চালিয়ে ঝাঁসি রাজ্য থেকে ১০০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে মুম্বাই এসে পৌঁছেছেন কেবল কার্তিকের সঙ্গে দেখা করবেন বলে। অভিনেতাকে বাড়ি থেকে বেরিয়ে এসে সেই ভক্তের সঙ্গে দেখা করতে দেখা যায়। অভিনেতাকে দেখেই তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করেন সেই ব্যক্তি। কার্তিক আরিয়ানকে এরপর দেখ যায় তাঁর সেই ভক্ত হল খাবেন কিনা সেটা জিজ্ঞেস করতে। তিনি এদিন একই সঙ্গে জিজ্ঞেস করেন ঝাঁসি থেকে কিসে করে এলে? সাইকেলে করে? উত্তরে সেই ব্যক্তি জানান তাঁর সাইকেল আছে, সেটা করেই তিনি তাঁর গ্রাম থেকে এই শহরে এসেছেন ১০০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে। তিনি সেটা শুনে এতটাই মুগ্ধ হয়ে যান যে তাঁর সঙ্গে হ্যান্ডশেক করেন। তারপর তাঁদের একসঙ্গে ছবি তুলতেও দেখা যায়। তাঁদের এই সুন্দর মুহূর্তটিকে ফ্রেমবন্দি করেন অভিনেতার বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকা পাপারাৎজিরা। সামাজিক যোগাযোগ মাধ্যনে ভাইরাল সেই ভিডিয়ো। কার্তিক আরিয়ান তাঁর পরবর্তী সিনেমা ‘চন্দু চ্যাম্পিয়ন’-এর জন্য বারবার আলোচনায় উঠে আসছেন। সিনেমাটি কার্তিকের স্বপ্নের প্রকল্প। কবীর খান পরিচালিত এই ছবিটি ১৪ জুন মুক্তি পাবে বলে জানা গেছে। এ ছাড়া ‘আশিকি ৩’ ছবিতেও দেখা যাবে তাঁকে। কার্তিক আরিয়ানকে ‘শেষবার সত্যপ্রেম কী কথা’ ছবিতে দেখা গিয়েছিল। তাঁর সঙ্গে ছিলেন কিয়ারা আদভানি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com