• বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০১:২৮
সর্বশেষ :
তালায় ভূমি অফিস স্থান্তরসহ বিভিন্ন দাবিতে নাগরিক কমিটির মানববন্ধন পাইকগাছায় পাখি শিকারী আ ট কঃ জরি মা না শ্যামনগর রিডা প্রাইভেট হাসপাতালে ডাক্তারের ভু ল অপারেশনে প্রসূতির মৃ ত্যু  তালায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জ রি মানা ডুমুরিয়ায় চিংড়িতে অপদ্রব্য অনুপ্রবেশ বিরোধী জনসচেতনতামূলক সভা বিশ্ব কীটনাশক মুক্ত দিবস উপলক্ষ্যে শ্যামনগরে মানববন্ধন তালায় পাঁচ মাস পর ক ব র থেকে এক নারীর লা শ উত্তোলন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের জরুরী বর্ধিত সভায় গঠনতন্ত্র বিষয়ে আলোচনা  চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়া প্রধান শিক্ষকরের বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে সাতক্ষীরায় ৭০ পরিবারের যাতায়াতের রাস্তা বন্ধের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

বক্তের কথা শুনে মুগ্ধ কার্তিক আরিয়ান

প্রতিনিধি: / ১৬০ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: পরিচালক লাভ রঞ্জনের ‘প্যায়ার কা পাঞ্চনামা’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন অভিনেতা কার্তিক আরিয়ান। দেখতে দেখতে ক্যারিয়ারের ১৩ বছর পার করে দিয়েছে এই অভিনেতা। এরইমধ্যে তৈরি হয়েছে কার্তিকের অসংখ্য ভক্ত ও অনুরাগী। পছন্দের তারকার সান্নিধ্য পেতে ভক্তরা নানান কান্ড করে বসেন। এবার কার্তিকের সঙ্গে দেখা করতে এক ভক্ত টানা নয়দিন সাইকেল চালিয়ে গ্রাম থেকে ১০০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে মুম্বাই এসেছেন। গত শনিবার কার্তিক আরিয়ানের বাড়ির সামনে এসে পৌঁছন তাঁর সেই ভক্ত। তিনি গত ৯ দিন ধরে সাইকেল চালিয়ে ঝাঁসি রাজ্য থেকে ১০০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে মুম্বাই এসে পৌঁছেছেন কেবল কার্তিকের সঙ্গে দেখা করবেন বলে। অভিনেতাকে বাড়ি থেকে বেরিয়ে এসে সেই ভক্তের সঙ্গে দেখা করতে দেখা যায়। অভিনেতাকে দেখেই তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করেন সেই ব্যক্তি। কার্তিক আরিয়ানকে এরপর দেখ যায় তাঁর সেই ভক্ত হল খাবেন কিনা সেটা জিজ্ঞেস করতে। তিনি এদিন একই সঙ্গে জিজ্ঞেস করেন ঝাঁসি থেকে কিসে করে এলে? সাইকেলে করে? উত্তরে সেই ব্যক্তি জানান তাঁর সাইকেল আছে, সেটা করেই তিনি তাঁর গ্রাম থেকে এই শহরে এসেছেন ১০০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে। তিনি সেটা শুনে এতটাই মুগ্ধ হয়ে যান যে তাঁর সঙ্গে হ্যান্ডশেক করেন। তারপর তাঁদের একসঙ্গে ছবি তুলতেও দেখা যায়। তাঁদের এই সুন্দর মুহূর্তটিকে ফ্রেমবন্দি করেন অভিনেতার বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকা পাপারাৎজিরা। সামাজিক যোগাযোগ মাধ্যনে ভাইরাল সেই ভিডিয়ো। কার্তিক আরিয়ান তাঁর পরবর্তী সিনেমা ‘চন্দু চ্যাম্পিয়ন’-এর জন্য বারবার আলোচনায় উঠে আসছেন। সিনেমাটি কার্তিকের স্বপ্নের প্রকল্প। কবীর খান পরিচালিত এই ছবিটি ১৪ জুন মুক্তি পাবে বলে জানা গেছে। এ ছাড়া ‘আশিকি ৩’ ছবিতেও দেখা যাবে তাঁকে। কার্তিক আরিয়ানকে ‘শেষবার সত্যপ্রেম কী কথা’ ছবিতে দেখা গিয়েছিল। তাঁর সঙ্গে ছিলেন কিয়ারা আদভানি।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com