• শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৩:১৪
সর্বশেষ :
পাইকগাছয় প্রায় সাড়ে চার লাখ মানুষের সেবা দিচ্ছেন মাত্র ৪জন চিকিৎসক সরিষার ভালো ফলনের সম্ভাবনা ডুমুরিয়ায় নগরঘাটায় দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাড়াদান কার্যক্রম বিষয়ক কর্মশালা আশাশুনিতে বার্ষিক পুষ্টি কর্ম পরিকল্পনা বিষয়ক দিনব্যাপী কর্মশালা কুমিরায় রাস্তার উপর থেকে সরকারী গাছ কাটার সময় আটক ১, ভ্রাম্যমান আাদালতে মামলা শ্যামনগর ঠিকাদার কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে ৭টি পদে মনোনয়ন ফরম তুললেন যারা  ডুমুরিয়ায় খেলাপি ঋণ আদায় ও বিতরণ বিষয়ক মতবিনিময় মণিরামপুরে বিরাট রাজার ধনপোতা ঢিবির দ্বিতীয় পর্যায়ে খননের উদ্বোধন আশাশুনির চাপড়ায় মূল নদীর উপর দিয়ে নদী খননের দাবীতে মানববন্ধন ১০দিনের ব্যবধানে একই ঘেরে বিদ্যুৎ স্পৃষ্টে ২পাহারাদারের মৃত্যু

বঙ্গবন্ধু চেয়েছিলেন দেশের মানুষ যেন শান্তিতে থাকে: মো. আব্দুস শহীদ

প্রতিনিধি: / ১৬৩ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২ মার্চ, ২০২৪

কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদ বলেছেন, বঙ্গবন্ধু চেয়েছিলেন দেশের মানুষ যেন শান্তিতে থাকে। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সেই লক্ষ্যে কাজ করছি। জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা সবার কাজ হচ্ছে মানুষের ভালো-মন্দ দেখা। মানুষের কল্যাণ হয় এমন কাজ খুঁজে বের করা। শনিবার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মিশন রোডস্থ কৃষিমন্ত্রীর নিজ বাসভবনে কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ব্যক্তিদের আর্থিক অনুদান দেওয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। কাউকে না খেয়ে থাকতে হয় না। এ ছাড়া অর্থের অভাবে চিকিৎসার জন্য কেউ মারা যাক আওয়ামী লীগ সরকার সেটাও চায় না। তাই সরকারিভাবে চিকিৎসার জন্য আমরা দরিদ্র-অসচ্ছল মানুষদের চিকিৎসা খাতে আর্থিক অনুদান দেই। অনুষ্ঠানে কমলগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার নয়জন রোগীর চিকিৎসা বাবদ এককালীন ৫০ হাজার টাকা করে মোট ৪ লাখ ৫০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক দেন কৃষিমন্ত্রী। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) স›দ্বীপ তালুকদার, শ্রীমঙ্গল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আছাদুজ্জামান, কমলগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা আজাদুর রহমান, ফিল্ড সুপারভাইজার সেলিম উদ্দিন, কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজাদুর রহমান আজাদ, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক উম্মে ফারজানা ডায়না, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা, শ্রীমঙ্গল সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফজল হক। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

 


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com