• সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০১:২৬
সর্বশেষ :
শ্যামনগরে পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় ৩৪পিচ দেশীয় অ স্ত্র উ*দ্ধার মসজিদের ইমাম’কে মা*রধোরের অভি যো গে কালাম দফাদার আ ট ক শ্যামনগরে মোটরসাইকেল মুখোমুখি সং ঘ র্ষে গুরুতর আ হ ত ৩ খুবিতে ভর্তিচ্ছুদের সহায়তায় দেবহাটার শিক্ষার্থীদের সংগঠন ‘দরদি’ ডুমুরিয়া ইমাম পরিষদের উদ্যোগে ইসরাইলের আগ্রাসানের প্রতিবাদে বি ক্ষো ভ মিছিল দেবহাটার ইছামতি নদীর ভাঙ্গনে বদলে যাচ্ছে মানচিত্র, হুমকির মুখে রুপসী ম্যানগ্রোভ দেবহাটা উপজেলায় বোরো ধান কাটার ব্যস্ত সময় পার করছে কৃষকরা পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ নদীতে বিরল প্রজাতির কচ্ছপ অবমুক্ত দেবহাটায় অসদুপায় অবলম্বনের দায়ে এক পরীক্ষার্থী ব হি ষ্কার পাটকেলঘাটা আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা প্রদান

বরুণ আইপিএলের নিরাপত্তা কর্মীদের উপর রাগলেন

প্রতিনিধি: / ১৩৪ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৭ মার্চ, ২০২৪

বিনোদন: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএলের মাঠে হঠাৎ মাঠে ঢুকে পড়া একটি কুকুরকে তাড়াতে লাথি মারা হচ্ছে। স¤প্রতি অবলা পথ কুকুরের ওপর এমন আচরণের এমন একটি ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে প্রতিবাদ জানিয়েছেন। সেই তালিকায় আছেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানও। ঘটনাটি ঘটেছে আইপিএল ম্যাচ চলাকালীন আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, গত রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গুজরাট টাইটানস বনাম মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচ চলাকালীন মুম্বাই অধিনায়ক হার্দিক পান্ডিয়া যখন বল করতে যাচ্ছিলেন, তখনই একটি কুকুর মাঠে ঢুকে পড়েছিল। এই পর্বের কারণে কিছু সময়ের জন্য ম্যাচ বন্ধ ছিল। কুকুরটি ঢুকলে হার্দিক ধরার চেষ্টা করলেও কুকুরটি পালিয়ে গিয়েছিল অন্যদিকে। কুকুরটি অনেকক্ষণ অন্য খেলোয়াড়দের ফাঁকি দিলেও শেষ পর্যন্ত গ্রাউন্ডকিপার কুকুরটিকে ধরে ফেলেছিলেন। তাকে তাড়ানোর জন্য রীতিমত লাথি মারতে দেখা গিয়েছিল তাদের। এদিকে ‘স্ট্রিট ডগস অফ বম্বে’ এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আইপিএল- এর নিরাপত্তা এবং গ্রাউন্ড স্টাফরা যেভাবে এই কুকুরটিকে লাথি মারছিলেন তার সমালোচনা করে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। পোস্টটিতে লেখা হয়, সা¤প্রতিক আইপিএল ম্যাচ চলাকালীন, একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে যা অনেককেই হতবাক করেছে। অপরদিকে বরুণ ধাওয়ান এই অন্যায় অবিচারটি একেবারেই ভালো চোখে দেখেননি। সরাসরি ক্লিপটি পুনরায় শেয়ার করে লিখেছেন, একটি কুকুর ফুটবল নয়। এছাড়াও, কুকুরটি কাউকে কামড়াচ্ছে না বা ক্ষতি করছে না। যাই হোক না কেন আরও ভালো ব্যবস্থা করা প্রয়োজন ছিল।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com