স্পোর্টস: চলমান মৌসুমে শুরু থেকে উড়ছিল বসুন্ধরা কিংস। টানা পাঁচ ম্যাচে জয় তুলে নিয়ে প্রায় চলে গিয়েছিল ধরা-ছোঁয়ার বাইরে। তবে গেল আসরের চ্যাম্পিয়নদের সবশেষ ম্যাচে তাদের ঘরের মাঠে মাটিতে নামিয়ে আনে মোহামেডান। তবে পরের ম্যাচেই জয়ের ছন্দে ফিরে এসেছে কিংস। গত শনিবার ময়মনসিংহে পুলিশ এফসিকে ৩-০ গোলে হারিয়েছে তারা। এদিন ম্যাচের ষষ্ঠ মিনিটেই মিগেল ফিগেইরান গোলে এগিয়ে যায় কিংস। ডিফেন্স লাইন থেকে বাড়ানো লং বল প্রতিপক্ষের ডিফেন্স লাইনের পেছনে গিয়ে পড়ে। সেখান থেকেই বাঁ পায়ের দারুণ শটে দলকে এগিয়ে দেন মিগেল। ২১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রাকিব হোসেন। রবসনের বাড়ানো বল ধরে একাই বক্সে ঢুকে যান তিনি। দারুণ প্লেসিং শটে জাল খুঁজে নেন এই ফরোয়ার্ড। ৩৮ মিনিটে পুলিশের কফিনে শেষ পেরেক ঠুকে দেন আসরের গফুরভ। ম্যাচ-সেরাও হয়েছেন তিনি। বিরতির পর আক্রমণের ধার বাড়ায় কিংস। বেশ কিছু ভালো সুযোগ তৈরি করলেও গোলের ব্যবধান বাড়েনি। এই জয়ে ৭ ম্যাচ শেষে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত করেছে কিংস। সেই সঙ্গে মোহামেডানের চেয়ে ৩ ও আবাহনীর সঙ্গে ৫ পয়েন্টের দূরত্ব বাড়িয়ে নিল টানা চার বারের চ্যাম্পিয়নরা। পুলিশ ৭ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে।
https://www.kaabait.com