• শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১১:১২

বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে পাইকগাছা উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

প্রতিনিধি: / ৬৭ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪

পাইকগাছা ( খুলনা)  প্রতিনিধি: বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন উপলক্ষে পাইকগাছা উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বিষ্ণু পদ বিশ্বাস, কৃষি অফিসার কৃষিবিদ অসীম কুমার দাশ, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার, উপাধ্যক্ষ উৎপল কুমার বাইন, প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ দে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব, ইউআরসি ইন্সট্যাক্টর ঈমান উদ্দিন, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, এসআই আজগর আলী, আনসার ও ভিডিপি প্রশিক্ষক আলতাফ হোসেন, প্রভাষক মোমিন উদ্দিন, শিক্ষক দীপ্তি সরকার ও প্রাক্তন অধ্যাপক জিএমএম আজহারুল ইসলাম। সভায় পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ১৪৩১ উৎসব মূখর পরিবেশে উদযাপনের জন্য সভায় গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com