• সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১০:৩১
সর্বশেষ :
মণিরামপুরে ছোটস্ত্রীকে জ বা ই করে হ ত্যার অভিযোগ দেবহাটার সখিপুরে তুচ্ছ ঘটনায় ভাই ও তার স্ত্রী পুত্রের মারপিটে জ খ ম, হাসপাতালে ভর্তি খুমেক হাসপাতালে সাংবাদিককে মারধরের অ ভি যো গ শ্যামনগরে জনবসতি এলাকায় আগুনে শুকানো হচ্ছে কাচামাছ,শ্বাসকষ্টসহ মহা মা রীর আশাংকা মির্জাপুরে গরু বোঝাই আলমসাধু উল্টে চালক নি হ ত, আ হ ত ভাতিজা পাটকেলঘাটায় ব্যোরো মৌসুমে ধান চাল সংগ্রহের শুভ উদ্বোধন ডুমুরিয়ায় শোলমারি সুইসগেট ও ভরাট নদী পরিদর্শনে খুলনা জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম ঘা ত ক পরিবহন কেড়ে নিল মা ছেলে প্রাণ ডুমুরিয়ায় মজিদিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার এডহক কমিটির পরিচিতি সভা খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির বিলিং রিডিং সহকারী শ্যামলীর বিরুদ্ধে অসৎ আচরণ অনিয়ম ও দু র্নী তির অভি যো গ

বাগেরহাটে এক অধ্যক্ষের বাস ভবনে হামলা ,থানায় জিডি।।

প্রতিনিধি: / ১৫৯ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৭ মার্চ, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে বহুমুখী কলেজিয়েট স্কুলের অধ্যক্ষের বাস ভবনে রাতে  দূবৃর্ত্তরা হামলা ও ভাংচুর করেছে।
সোমবার গভীর রাতে শহরের হরিণখানা এলাকায় অধ্যক্ষের বাস ভবনে ইট পাটকেল নিক্ষেপ করে ভবনের কয়েকটি জানালার গ্লাস ভেঙ্গে ফেলে। রাতেই খবর পেয়ে বাগেরহাট সদর মডেল থানা পুলিশ ওই বাসভবন পরিদর্শন করেছে। এ ঘটনায় অধ্যক্ষ ফারহানা আক্তার বাগেরহাট মডেল থানায় একটি জিডি করেছেন। অধ্যক্ষ ফারহানা আক্তার প্রতিবেদক কে  জানান. রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। রাত আনুমানিক  দুইটার দিকে বিকট শব্দে ঘুম ভেঙ্গে যায়।
ঘুম থেকে উঠে দেখি জানালার গ্লাস ভাঙ্গা এবং গ্লাসের ওপর ইট পাটকেল নিক্ষেপ করছে। পরে ডাকচিৎকার করলে দুইজন ব্যাক্তি দৌড়ে পালিয়ে যায়। পরে পুলিশ এসে জানালার গ্লাস ভাংচুর দেখতে পায়। অপরাধীদের আইনের আওতায় আনার দাবী জানান তিনি। এর আগে কয়েকবার জানালার গ্লাস,বিদ্যুৎতের লাইন,টিউবয়েলের ক্ষতি করে আসছে কিছু লোকজন।
প্রতিটা ঘটনাই পুলিশ প্রশাসন কে জানানো হয়। এরপরও দুবৃর্ত্তরা নিয়ন্ত্রীত হচ্ছে না। বাগেরহাট শহরে এখন আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় পড়েছি। এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার (ওসি) সাইদুর রহমান বলেন খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আশাকরি অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা সম্ভব হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com