• বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০১:৫৬
সর্বশেষ :
অবশেষে উন্মুক্ত হলো আলোচিত পাইকগাছার নাছিরপুরে খাস খাল আশাশুনিতে উপজেলা মৎস্যজীবী দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় আনন্দ মিছিল আশাশুনিতে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ/আহতদের স্মরণে সভা আশাশুনিতে ভোক্তা অধিকারের অভিযানে সাড়ে ৮হাজার টাকা জরিমানা আশাশুনিতে ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট সভা মাছ কাটার শ্রমিক থেকে উদ্যোক্তা: আঁইশে গড়া সম্ভাবনার গল্প না.গঞ্জ সদরের রাজাপুর ঘাট ইজারা পুনঃ দরপত্র কৃষকদলের আহ্বায়ক ভাসানের উপর হা ম লাকারীর বিচারের দাবীতে মিছিল ও সমাবেশ  শ্যামনগরে বিএনপি নেতার নাম ভাঙিয়ে নদীর চর দখলের চেষ্টা, থানায় জিডি দেবহাটায় কৃষি অধিদপ্তরের আয়োজনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

বাগেরহাটে প্যাথলজীর নির্বাহী পরিচালকের ৩ মাসের কারাদন্ড ও ১ লাখ জরিমানা

প্রতিনিধি: / ১৪৯ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৭ মার্চ, ২০২৪

জেলা প্রতিনিধি, বাগেরহাট: বাগেরহাটে এক ভুয়া শিশু চিকিৎসকের ৩ মাসের কারাদন্ড ও ১ লাখ জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (২৭ মার্চ) বিকেলে বাগেরহাট শহরের শিশু হাসপাতাল বিপরীত পাশে সেবা প্যাথলজী এ্যান্ড কনসালটেশন নামের এ প্রতিষ্ঠানে অভিযান চালায় জেলা প্রশাসনের সিনিয়র সহকারি কমিশনার সিফাত মো. ইসতিয়াক ভুইয়া।

ভ্রাম্যমান আদালত এ সময় শফিকুল আজম খান (৪৮) নামে এক ভুয়া শিশু চিকিৎসককে ওই দন্ডাদেশ প্রদান করেন। দন্ডাদেশ প্রাপ্ত শফিকুল আজম খান সেবা প্যাথলজী এ্যান্ড কনসালটেশন সেন্টারের নির্বাহী পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করতেন। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময়, সিভিল সার্জনের কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শেখ রিয়াদুজ জামানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারি কমিশনার সিফাত মো. ইসতিয়াক ভুইয়া বলেন, শফিকুল আজম খান দীর্ঘদিন ধরে নিজেকে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয়ে রোগীদের সাথে প্রতারণা করে আসছিলেন। তিনি চিকিৎসক না হওয়া স্বত্তেও মানুষকে চিকিৎসা প্রদান করতেন যা প্রতারণার শামিল। এই অপরাধে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ অনুযায়ী তাকে ১ লক্ষ টাকা জরিমানা ও ৩ মাসের কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে। তবে তার প্যাথলজির প্রয়োজনীয় অনুমোদন রয়েছে বলেও জানান এই নির্বাহী ম্যাজিষ্ট্রেট।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com