স্পোর্টস: মাত্র কয়েক মাসেই শাহীন শাহ আফ্রিদি টি-টোয়েন্টির নেতৃত্ব হারালেন। তার বদলে আবারও অধিনায়কত্ব পেয়েছেন বাবর আজম। ভারতে বিশ্বকাপে দলের ব্যর্থতার পর নভেম্বরে যিনি সব ফরম্যাট থেকে অধিনায়ক হিসেবে পদত্যাগ করেছিলেন। আরেকবার টি-টোয়েন্টির নেতৃত্ব পেয়ে পাকিস্তানকে বিশ্বসেরা দল বানানোর লক্ষ্য জানালেন বাবর। এই লক্ষ্য অর্জনের জন্য শাহীনের পরামর্শও চান বাবর, ‘আমাদের যৌথ লক্ষ্য হলো এই দলকে বিশ্বের সেরা বানানো। একজন অধিনায়ক হিসেবে আমি সবসময় তার পরামর্শকে মূল্য দেই এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ব্যাপারে আমি সবসময় তার সঙ্গে আলাপ করবো। আমাদের অবশ্যই খেলায় তার কৌশলগত বোঝাপড়ার সুবিধা নিতে হবে।’ অভিজ্ঞ বাবরের সঙ্গে দৃঢ়ভাবে কাজ করার প্রতিশ্রুতি দিলেন শাহীন, ‘একজন দলগত খেলোয়াড় হিসেবে আমাদের অধিনায়ক বাবর আজমকে সমর্থন দেওয়া আমার দায়িত্ব। আমি তার নেতৃত্বে খেলেছি এবং তার জন্য আমার অঢেল শ্রদ্ধা।’ তিনি আরও বললেন, ‘আমি তাকে মাঠে ও মাঠের বাইরে সাহায্য করার চেষ্টা করবো। আমরা সবাই এক। আমাদের লক্ষ্য একই, বিশ্বের সেরা দল বানাতে পাকিস্তানকে সাহায্য করা।’
https://www.kaabait.com