• শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৮

বিজ্ঞানীর বসতবাড়ী সংরক্ষণ ও দেশের প্রথম বালিকা বিদ্যালয় জাতীয়করণের দাবী নবাগত ইউএনও’র সাথে পিসি রায় স্মৃতি সংসদের শুভেচ্ছা ও মতবিনিময়

প্রতিনিধি: / ৬৮ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৩ মার্চ, ২০২৪

ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা): পাইকগাছার নবাগত উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ আলহাজ¦ মুহাঃ কওসার আলী গাজী। তিনি শনিবার সকালে বিজ্ঞানী স্যার পিসি রায় স্মৃতি সংসদ ও নূরজাহান মেমোরিয়াল হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টারের পক্ষ থেকে এ শুভেচ্ছা ও মতবিনিময় করেন। মতবিনিময়কালে স্মৃতি সংসদের পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের নিকট উপজেলায় নির্মাণাধীন কৃষি কলেজ জগদ্বীখ্যাত বিজ্ঞানী পিসি রায়ের নামে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় স্থাপন, বিজ্ঞানীর বসতবাড়ী সংরক্ষণ পূর্বক রেস্ট হাউজ, সংগ্রহশালা, মিউজিয়াম ও পর্যটন কেন্দ্র করা, বিজ্ঞানীর জীবনী পাঠ্যপুস্তকে অন্তভর্‚ক্ত করা, বিজ্ঞানীর প্রতিষ্ঠিত আরকেবিকে হরিশ্চন্দ্র কলেজিয়েট ইনস্টিটিউট ও দেশের প্রথম বালিকা বিদ্যালয় ভ‚বন মোহিনী মাধ্যমিক বালিকা বিদ্যালয় জাতীয়করণ এবং বোয়ালিয়া কপোতাক্ষ নদের উপর নির্মিত ব্রীজ এবং সড়ক বিজ্ঞানী পিসি রায়ের নামে নামকরণ করার দাবী জানান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সরকারি কলেজের উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল, প্রভাষক সঞ্জয় কুমার ঘোষ ও প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com